Advertisement
E-Paper

বাজেটের আগে আমলা পর্যায়ে বড়সড় রদবদল অর্থমন্ত্রকের

আগামী বছর কেন্দ্রের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নরেন্দ্র মোদী সরকার। সেই বাজেট নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করল অর্থমন্ত্রক। শুক্রবার অর্থমন্ত্রকের আমলা পর্যায়ে একাধিক বড়সড় রদবদল ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০৯:৫৮

আগামী বছর কেন্দ্রের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নরেন্দ্র মোদী সরকার। সেই বাজেট নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করল অর্থমন্ত্রক। শুক্রবার অর্থমন্ত্রকের আমলা পর্যায়ে একাধিক বড়সড় রদবদল ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। যা আগামী বছরের বাজেটকে মাথায় রেখেই করা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

বর্তমান সরকারের অর্থ ও অর্থনৈতিক বিষয়ক সচিব ছিলেন রাজীব মেহঋষি। ৩১ অগস্ট অবসর নিচ্ছেন তিনি। তাঁর জায়গায় আসছেন রতন পি ওয়াটাল। অর্থ দফতরের সচিবদের মধ্যে অভিজ্ঞতম ওয়াটাল ১৯৭৮ ব্যাচের আইপিএস। তিনি আপাতত ব্যয় সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। রাজস্ব সচিব শক্তিকান্ত দাশ হচ্ছেন নতুন অর্থনৈতিক বিষয়ক সচিব। তাঁর জায়গায় রাজস্ব সচিবের দায়িত্ব সামলাবেন হাসমুখ আদিয়া। যিনি এত দিন ছিলেন আর্থিক পরিষেবা সচিব। আবার হাসমুখের ছেড়ে যাওয়া পদটিতে আসছেন বর্তমান কর্পোরেট সচিব আঞ্জুলি দুগ্গল। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব তপন রায় হচ্ছেন কর্পোরেট সচিব।

সব মিলিয়ে আমলা পর্যায়ে ১৬টি বড়সড় পরিবর্তন এনেছে অর্থমন্ত্রক। এনডিএ সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেটে শিল্প মহল থেকে সাধারণ মানুষ— এক সঙ্গে সবার মন রাখার কঠিন কাজটি করতে হবে কেন্দ্রকে। পরীক্ষা বেশ কঠিন। এই কঠিন প্রশ্নপত্র সামলাতে বছরখানেক আগে থেকেই কোমর বাঁধার কাজ শুরু করল নরেন্দ্র মোদীর সককার।

budget Ministry of Finance narendra modi BJP central government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy