Advertisement
১৯ মে ২০২৪

জিএসটি নিয়ে আশঙ্কা ছিল ভিত্তিহীন, দাবি মোদীর

জিএসটি-র আওতায় নথিভুক্তি আরও বাড়াতে উদ্যোগী হওয়ার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের কাছে আর্জি জানিয়েছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০৭:০১
Share: Save:

পণ্য-পরিষেবা কর বা জিএসটি গত ১ জুলাই চালু হওয়ার দু’মাসের মাথায় নরেন্দ্র মোদী মন্তব্য করলেন, মসৃণ ভাবেই নতুন ব্যবস্থায় রূপান্তর সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে তাঁর দাবি, জিএসটি নিয়ে যে-সব আশঙ্কা ছিল, সেগুলির কোনও ভিত্তি ছিল না।

জিএসটি-র আওতায় নথিভুক্তি আরও বাড়াতে উদ্যোগী হওয়ার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের কাছে আর্জি জানিয়েছেন। আগামী এক মাসের মধ্যে আরও অনেককে এই ব্যবস্থায় আনার লক্ষ্যে এগোনোর উপর জোর দিয়েছেন তিনি।

বিভিন্ন রাজ্যের শীর্ষ স্তরের অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত বৈঠকে এ কথা জানিয়েছেন মোদী। ‘প্রো-অ্যাকটিভ গভর্ন্যান্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন’ বা ‘প্রগতি’-র আওতায় প্রতি মাসেই এই বৈঠক করেন তিনি।

এ দিনের বৈঠকে ৫৬ হাজার কোটি টাকার ন’টি পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করেন মোদী। রেল, সড়ক, বিদ্যুৎ, তেলের পাইপলাইন তৈরি এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE