Advertisement
২৩ অক্টোবর ২০২৪

মার্কিন হোটেল হাতে রাখতে আরও দু’মাস সহারাকে

ধারের টাকা ফেরত পাওয়ার জন্য আমেরিকায় সহারা গোষ্ঠীর দু’টি হোটেলের নিলাম আপাতত দু’মাস পিছিয়ে দিল ঋণদাতা রুবেন ব্রাদার্স। শোনা যাচ্ছিল এপ্রিলেই নিলামে উঠতে পারে নিউ ইয়র্ক প্লাজা এবং ড্রিম নিউ ইয়র্ক হোটেল।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০২:২৪
Share: Save:

ধারের টাকা ফেরত পাওয়ার জন্য আমেরিকায় সহারা গোষ্ঠীর দু’টি হোটেলের নিলাম আপাতত দু’মাস পিছিয়ে দিল ঋণদাতা রুবেন ব্রাদার্স। শোনা যাচ্ছিল এপ্রিলেই নিলামে উঠতে পারে নিউ ইয়র্ক প্লাজা এবং ড্রিম নিউ ইয়র্ক হোটেল। যা বন্ধক রেখে রুবেন ব্রাদার্সের থেকে টাকা নিয়ে ব্যাঙ্ক অব চায়নার ধার শোধ করেছিল সহারা গোষ্ঠী। না-হলে তখন লন্ডনের গ্রসভেনর হোটেলটিও হাতছাড়া হত তাদের। এখন সেই ৯০ কোটি ডলারের ধার (প্রায় ৫,৫০০ কোটি টাকা) শোধ করতেই বাড়তি দু’মাস সময় পেল সুব্রত রায়ের সংস্থা।

প্রথমে তাদের এ জন্য এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল রুবেন ব্রাদার্স। কিন্তু এখন তা বাড়িয়ে জুন পর্যন্ত করেছে তারা। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি দু’পক্ষই।

অন্য বিষয়গুলি:

Sahara Subrata Roy Hotel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE