Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নতুন আই ফোন আসতে পারে আজ

সোমবারই আত্মপ্রকাশ করতে পারে অ্যাপলের নতুন আই ফোন। যার সম্ভাব্য নাম ‘এসই’ বা ‘৫-এসই’ এবং দাম ৪৫০ ডলার (প্রায় ৩০,৬০০ টাকা)। বিশেষজ্ঞদের একাংশের মতে, তেমন সাড়া না-ফেলা ‘৫-এস’ এবং ‘৫-সি’ মডেলের বিকল্প হিসেবেই ৪ ইঞ্চির ওই আই ফোন আনছে মার্কিন সংস্থাটি।

সংবাদ সংস্থা
সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:২০
Share: Save:

সোমবারই আত্মপ্রকাশ করতে পারে অ্যাপলের নতুন আই ফোন। যার সম্ভাব্য নাম ‘এসই’ বা ‘৫-এসই’ এবং দাম ৪৫০ ডলার (প্রায় ৩০,৬০০ টাকা)। বিশেষজ্ঞদের একাংশের মতে, তেমন সাড়া না-ফেলা ‘৫-এস’ এবং ‘৫-সি’ মডেলের বিকল্প হিসেবেই ৪ ইঞ্চির ওই আই ফোন আনছে মার্কিন সংস্থাটি। আবার অনেকের মতে, ইতিমধ্যেই স্যামসাং-সহ অন্যান্য সংস্থার সঙ্গে পাল্লা দিতে বড় আকারের আই ফোন এনেছে অ্যাপল। কিন্তু এর জেরে ছোট ফোন ব্যবহারকারীরা অন্য সংস্থার দিকে ঝুঁকতে পারেন মনে করেই এই তোড়জোড়। সংশ্লিষ্ট মহল অবশ্য এও বলছে, অ্যাপলের এই উদ্যোগ তুলনায় কম দামি ফোনের বাজার ধরার লক্ষ্যে। কারণ, এই বাজারে পিছিয়ে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

business news i phone apple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE