Advertisement
E-Paper

সময়ে শোধে টান, কোপ শিক্ষা ঋণেও

শিল্পে অনুৎপাদক সম্পদের চাপ নতুন কিছু নয়। কিন্তু এ বার ব্যাঙ্কগুলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা ঋণও। এ ক্ষেত্রেও অনুৎপাদক সম্পদের অঙ্ক চড়ছে দ্রুত গতিতে। অবস্থা সামাল দিতে শিক্ষা ঋণ দেওয়া কমাতে বাধ্য হচ্ছে ব্যাঙ্কগুলি।

প্রজ্ঞানন্দ চৌধুরী

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০২:২১

শিল্পে অনুৎপাদক সম্পদের চাপ নতুন কিছু নয়। কিন্তু এ বার ব্যাঙ্কগুলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা ঋণও। এ ক্ষেত্রেও অনুৎপাদক সম্পদের অঙ্ক চড়ছে দ্রুত গতিতে। অবস্থা সামাল দিতে শিক্ষা ঋণ দেওয়া কমাতে বাধ্য হচ্ছে ব্যাঙ্কগুলি।

স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি সূত্রে জানা গিয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষে রাজ্যে শিক্ষা ঋণ মঞ্জুরের অঙ্ক ছিল ৭২৬.৬৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ২১.৬৭% বেশি। ২০১৭-১৮ সালে তা কমে হয়েছে ৩৬১.০৩ কোটি। পূরণ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ১৯%। একই সঙ্গে, গত কয়েক বছরে শিক্ষা ঋণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুৎপাদক সম্পদের বহর। ২০১৫-১৬ সালে এর পরিমাণ ছিল ১৫৫.৯৯ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২০৯.১৫ কোটি। মোট ঋণের প্রায় ৯% পরিণত হয়েছে অনুৎপাদক সম্পদে। ব্যাঙ্ক কর্তারা অবশ্য জানিয়েছেন, সারা দেশেই ছবি প্রায় একই।

এর পিছনে একাধিক কারণ দেখিয়েছেন ব্যাঙ্ক কর্তারা। তবে সকলেই যে ব্যাপারে একমত তা হল, শিল্পায়নে ভাটার ফলে চাকরির আকাল। কোর্স শেষ করে উপযুক্ত চাকরি না পাওয়ায় ঋণ পরিশোধে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। অনেকের আবার যুক্তি, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলির বড় অংশেরই মান প্রত্যাশিত নয়। সেগুলি থেকে পাশ করে অনেকেই চাকরি পাচ্ছেন না। পেলেও মিলছে না ভাল বেতন। ফলে তাঁদের অনেকের ঋণই অনাদায়ি হয়ে পড়ে থাকছে। এক ব্যাঙ্ক কর্তা বলেন, ‘‘চাকরি না বাড়লেও দ্রুত বাড়ছে কারিগরি এবং ম্যানেজমেন্ট শিক্ষার প্রতিষ্ঠান। লাফিয়ে বাড়ছে কোর্স ফি। চাকরি পাওয়ার আশায় ওই সব কোর্সে ভর্তিতে কিন্তু ভাটা পড়েনি।’’ আর এক ব্যাঙ্ক কর্তা আবার জানাচ্ছেন, অনেকে মাঝপথে পড়া ছেড়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে ঋণ গ্রহীতা, কো-বরোয়ার বেপাত্তা।

চাপের বহর

• ২০১৫-১৬: শিক্ষায় অনাদায়ি ঋণ ১৫৫.৯৯ কোটি।

• ২০১৭-১৮: বেড়ে ২০৯.১৫ কোটি। মোট ঋণের ৯%।

কারণ

• শিল্পায়নে ভাটা এবং সেই সূত্রে চাকরির আকাল।

• অনেক ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মান প্রত্যাশিত নয়।

পদক্ষেপ

• ভাল প্রতিষ্ঠানে জোর ব্যাঙ্কগুলির।

• ভর্তুকিপ্রাপ্ত শিক্ষা ঋণে প্রতিষ্ঠান বাছাইয়ে কড়াকড়ি।

অবস্থা সামাল দিতে শিক্ষা ঋণ দেওয়ার ব্যাপারে ভাল প্রতিষ্ঠানে জোর দিচ্ছে ব্যাঙ্কগুলি। ভর্তুকির শিক্ষা ঋণের ক্ষেত্রে প্রতিষ্ঠান বাছাইয়ের নিয়ম আগের চেয়ে কড়া করা হয়েছে। এআইসিটিই কিংবা ইউজিসির মতো কর্তৃপক্ষ ছাড়াও, প্রতিষ্ঠানের ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রিডিটেশনের অনুমোদন থাকতে হবে বলে জানানো হয়েছে।

Education Loan Banks State Level Bankers Committee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy