Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সরাসরি বার্তা পাঠানোর শব্দসীমা উঠল টুইটারে

টুইটারের মাধ্যমে সরাসরি বার্তা পাঠানোর ক্ষেত্রে আর ১৪০টি শব্দের সীমা থাকছে না। জুলাই থেকে চাইলে এর বেশি শব্দেরও মেসেজ (বার্তা) পাঠানো যাবে বলে শুক্রবার জানিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। কিন্তু সবার কাছে বার্তা পৌঁছনোর (টুইট করা) জন্য এখনও ওই সীমা বহাল থাকছে বলেই সংস্থার কর্তা সচিন অগ্রবাল ব্লগে জানিয়েছেন। ফেসবুক বা লিঙ্কড-ইনের মতো সাইটে অবশ্য এ ধরনের সীমা কোনও দিনই ছিল না।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০২:২৮
Share: Save:

টুইটারের মাধ্যমে সরাসরি বার্তা পাঠানোর ক্ষেত্রে আর ১৪০টি শব্দের সীমা থাকছে না। জুলাই থেকে চাইলে এর বেশি শব্দেরও মেসেজ (বার্তা) পাঠানো যাবে বলে শুক্রবার জানিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। কিন্তু সবার কাছে বার্তা পৌঁছনোর (টুইট করা) জন্য এখনও ওই সীমা বহাল থাকছে বলেই সংস্থার কর্তা সচিন অগ্রবাল ব্লগে জানিয়েছেন। ফেসবুক বা লিঙ্কড-ইনের মতো সাইটে অবশ্য এ ধরনের সীমা কোনও দিনই ছিল না।

উল্লেখ্য, গত এপ্রিলেই সরাসরি মেসেজ পাঠানোর পরিষেবা সবার জন্য খুলে দিয়েছিল টুইটার। তার আগে পর্যন্ত কেবলমাত্র যাঁদের ‘ফলো’ করা হত, তাঁদের সঙ্গেই সরাসরি বার্তা দেওয়া-নেওয়া করা যেত।

এ দিকে, টুইটারের সিইও পদ ছাড়লেন ডিক কোস্টোলো। তবে থাকবেন পরিচালন পর্ষদে। আপাতত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক ডরসি সিইও হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Twitter Social Network 140-character limit SMS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE