দেশে কর্মহীন মানুষের হার ৫% থেকে নীচে নামছে না। সোমবার সরকারি পরিসংখ্যান জানাল, অক্টোবরে ১৫ বছর ও তার বেশি বয়সিদের মধ্যে তা ছিল ৫.২%। অবিকল সেপ্টেম্বরের মতো। সংশ্লিষ্ট মহলের দাবি, গত এপ্রিল থেকে প্রতি মাসে এই হার প্রকাশ করছে কেন্দ্র। ত্রৈমাসিকের হিসাবও দিচ্ছে। দেখা গিয়েছে, মাসে হোক বা তিন মাসে, এখনও পর্যন্ত তা ৫ শতাংশের কম হয়নি। তার উপরে অক্টোবরে শহরে বেকারত্বের হার ৭% ছুঁয়েছে। সেপ্টেম্বরে ছিল ৬.৮%। গ্রামে অবশ্য ৪.৬% থেকে কমে হয়েছে ৪.৪%।
একাংশের দাবি, উৎসবের মরসুমে যখন কেনাকাটা বৃদ্ধির হাত ধরে অস্থায়ী কর্মী নিয়োগ বেশি হয়, তখন বেকারত্বের হার স্থির থাকা এবং শহরাঞ্চলে মাথা তোলা আশঙ্কার। তবে তথ্য বলছে, কাজের দুনিয়ায় বেড়েছে মহিলাদের অংশীদারি। তাঁদের মধ্যে বেকারত্ব সেপ্টেম্বরের ৫.৫% থেকে কমে হয়েছে ৫.৪%। বেশ কিছুটা কমেছে গ্রামাঞ্চলে, ৪.৩% থেকে ৪ শতাংশে। আবার সেখানে পুরুষদের বেকারত্ব কমলেও, তা মাথা তুলেছে শহরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)