প্রথমে আবেদন। তার পরে সরাসরি নির্দেশের সুর। তাতেও কাজ না হওয়ায় এ বার দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডেরাল রিজ়ার্ভের গভর্নর পরিষদকে চেয়ারম্যানের ক্ষমতার উপর সরাসরি প্রভাব বিস্তার করার আহ্বান জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এক দিকে, কর্মসংস্থানের পরিসংখ্যান খারাপ হওয়ায় শ্রম দফতরের মুখ্য পরিসংখ্যানবিদকে বরখাস্ত করেছেন তিনি। তাঁর দাবি, পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের নিযুক্ত ওই ব্যক্তি তাঁকে রাজনৈতিক ভাবে অপদস্ত করার উদ্দেশ্যে ভুল তথ্য দিচ্ছেন।
সুদ কমানোর জন্য ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েলের উপরে অনেক দিন ধরে চাপ তৈরি করে আসছিলেন ট্রাম্প। এক বার কার্যত নির্দেশের ভঙ্গিতে তা লিখেছিলেন সমাজমাধ্যমে। তাঁর দাবি, তাতে আমেরিকার অর্থনীতি চাঙ্গা হবে। শিল্প সংস্থাগুলি কম সুদে ঋণ পাবে। সরকারকে ধার মেটাতেও খরচ করতে হবে কম। কিন্তু পাওয়েল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্প যে ভাবে আমদানি শুল্ক বাড়াচ্ছেন, অর্থনীতির উপরে তার প্রভাব দেখেই সিদ্ধান্ত নেবেন তিনি। শেষ ঋণনীতিতেও সুদের হার অপরিবর্তিত রেখেছে ফেড। তাতেই আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন ট্রাম্প। শুক্রবার নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘‘পাওয়েল যদি যথেষ্ট সুদ না কমান, তা হলে পরিষদের উচিত নিজেদের হাতে ক্ষমতা তুলে নেওয়া। তার পর কী করতে হবে সবাই জানে।’’
এরই মধ্যে ফেড সদস্য অ্যাড্রিয়ানা কুগলার আগামী সপ্তাহে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে ‘নিজের’ লোক নিয়োগ করতে পারবেন ট্রাম্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)