সৌর বিদ্যুতের প্যানেল তৈরির জন্য রাজ্যে ৪০০ কোটি টাকা লগ্নি করছে বিক্রম সোলার। ফলতায় সংস্থার কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে খরচ হবে ওই টাকা। কর্তৃপক্ষের দাবি, সেখানে নতুন ৪০০ কর্মসংস্থান হবে। বাজারে নতুন শেয়ার (আইপিও) ছেড়ে ২০৮০ কোটি টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার ইসু খুলেছে। আজ, বৃহস্পতিবার তা বন্ধ হবে। ইতিমধ্যেই আবেদন জমা পড়েছে ৪.৪ গুণ।
ব্যবসা সম্প্রসারণের জন্য আগামী তিন বছরে কলকাতা ভিত্তিক বিক্রম সোলার ৩৫০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে। ফলতার কারখানা সম্প্রসারণ তারই অঙ্গ। ২০০৯ সালে কারখানাটি চালু হয়েছিল। সংস্থার দাবি, ইতিমধ্যেই ৬০০ কোটি টাকা লগ্নি হয়েছে সেখানে।
সংস্থার সিএমডি জ্ঞানেশ চৌধরি বলেন, ‘‘আমরা চেন্নাইয়েও সোলার প্যানেল এবং সেল তৈরির নতুন একটি কারখানা গড়ছি। সেখানে লগ্নি হবে ৩১০০ কোটি টাকা। এখন দেশের সৌর বিদ্যুৎ প্যানেলের বাজারের ৫% আমাদের দখলে। দ্রুত তা বাড়ানোই আমাদের লক্ষ্য।’’ সিএফও রঞ্জন জিন্দলের কথায়, “প্যানেল তৈরির প্রধান উপাদান সেলও আমরা চেন্নাইতে তৈরি করব। এত দিন তা বাইরে থেকে কিনতাম।’’ সিইও কৃষ্ণ মাসকারা জানান, ভারতে সৌর বিদ্যুতের ব্যবহার মাথাপিছু ১৪০০ ইউনিট। বছরে তা বাড়ছে ৫%-৬% করে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)