Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Vodafoene

অপেক্ষা করুন, পরামর্শ অর্থমন্ত্রীর

ডটের হিসেবকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলিকে যে বকেয়া মেটাতে বলেছে, তাতে সব থেকে বেশি টাকা দিতে হবে ভোডাফোন আইডিয়াকে, প্রায় ৫৩ হাজার কোটি।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৪
Share: Save:

বকেয়া স্পেকট্রাম ও লাইসেন্স ফি মেটানোর সঙ্কট কাটাতে টেলিকম শিল্পের জন্য কেন্দ্রের কাছে আর্থিক ত্রাণ প্রকল্পের দাবিতে অনড় ভোডাফোন আইডিয়া। তবে তেমন কোনও আশ্বাস এখনও মেলেনি। এই পরিস্থিতিতে বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বকেয়ার বিষয়টি টেলিকম দফতর (ডট) খতিয়ে দেখছে । তারা কি সিদ্ধান্ত নেয়, এখন তার জন্য অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, ইতিমধ্যেই ভোডাফোনের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ও শীর্ষ কর্তারা নির্মলা ও টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করেছেন। তাঁরা মুখ না-খুললেও, সূত্রের খবর বকেয়া-সঙ্কট মেটানো নিয়েই কথা হয়েছে তাঁদের। এ দিন নির্মলা বলেছেন, ‘‘হ্যাঁ বৈঠক হয়েছে। তবে টেলিকম দফতর বিষয়টি দেখছে। তারাই সিদ্ধান্ত নেবে। ফলে এই মুহূর্তে বিষয়টি সম্পর্কে আমার কিছু বলা উচিত হবে না। এ নিয়ে কী হল, সে বিষয়ে দফতরের বলার জন্য অপেক্ষা করুন।’’

ডটের হিসেবকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলিকে যে বকেয়া মেটাতে বলেছে, তাতে সব থেকে বেশি টাকা দিতে হবে ভোডাফোন আইডিয়াকে, প্রায় ৫৩ হাজার কোটি। যদিও সংস্থাটির নিজস্ব মূল্যায়ন তা ২৩ হাজার কোটি টাকা। এর মধ্যে মূল বকেয়া ৭০০০ কোটি।

সূত্রের খবর, সংস্থাটি কেন্দ্রের কাছে বেশ কিছু আর্জি জানিয়েছে। যেমন তাদের যে প্রায় ৮০০০ কোটি টাকা জিএসটি-র টাকা ফেরত পাওয়ার কথা, তা দ্রুত মেটানো হোক। বকেয়া মেটানো তিন বছর স্থগিত রাখা হোক। যদিও সংস্থা মুখ খুলতে চায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vodafoene AGR DoT Bail Out Package
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE