আর্থিক পরিস্থিতি এতটাই বেহাল যে, সরকার পাশে না দাঁড়ালে আগামী মার্চের পরে তারা দেউলিয়া হয়ে যাবে বলে জানিয়েছিল ভোডাফোন আইডিয়া (ভি)। ফলে সংস্থার ২০.৪ কোটি গ্রাহকের কী হবে, তা এখনও স্পষ্ট নয়। সরকারও সাহায্যের ইঙ্গিত দেয়নি। তবু এই অনিশ্চয়তার মধ্যেই আর্থিক পরিষেবায় পা রাখল ভি। জানাল, ভি-এর অ্যাপে ‘ভি ফাইনান্স’ নামে পরিষেবা আনা হয়েছে। সেখানে গ্রাহকেরা ঋণ, ক্রেডিট কার্ড, স্থায়ী আমানতের সুবিধা পাবেন। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, হঠাৎ কেন আর্থিক পরিষেবা, তা ঠিক স্পষ্ট নয়।
এ জন্য মূলত আদিত্য বিড়লা ক্যাপিটাল, আপসুইং ফিনান্সিয়াল টেকনোলজিস এবং ক্রেডিলো-র সঙ্গে জোট বেঁধেছে ভি। জানিয়েছে, অনলাইনে ৫০ হাজার টাকা থেকে যে কোনও অঙ্কের ঋণ দেবে। ক্রেডিট কার্ড, ফিক্সড ডিপোজ়িটের সুবিধাও আছে। সংস্থার সিএমও অবনীশ খোসলা বলেন, ‘‘গ্রাহকের আর্থিক সমস্যা মেটাতেই এই উদ্যোগ। ভি অ্যাপে পরিষেবা মিলবে।’’ তবে আর্থিক পরিষেবার হাত ধরে সংস্থা টেলিকমের ধাক্কা যোঝার অঙ্ক কষছে কি না, সেই প্রশ্নের উত্তর মেলেনি। ভি-র ঘাড়ে প্রায় ২ লক্ষ কোটি টাকা বকেয়া। তার মধ্যেই আচমকা এই পরিষেবা অবাক করেছে গ্রাহকদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)