— ফাইল চিত্র।
দেখতে ছারপোকার মতো। ছয়ের দশকে কাউন্টার কালচারের অন্যতম উপাদান হিসেবে ধরা হত ফোকসভাগেনের বিটল মডেলটিকে। সেই আইকনিক মডেলটিকেই এ বার বন্ধ করতে চলেছে ফোকসভাগেন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবারই খবরটি জানানো হয়েছে ফোকসভাগেন কর্তৃপক্ষের তরফে।
মূল ভি ডব্লিউ বিটল মডেলটি তৈরি হয়েছিল ১৯৩০ সালে। আর এই মডেল তৈরির পিছনে মাথা খাটিয়েছিলেন অ্যাডলফ হিটলার। এক সঙ্গে শিল্প বিপ্লব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটোরই সাক্ষ্য বহন করেছে এই মডেল। ১৯৬০ সালে ছারপোকার মতো দেখতে, আকারে এবং আয়তনে অপেক্ষাকৃত ছোট এই গাড়িটি মানুষের মন জিতে নিয়েছিল। যার কারণে বিপুল বিক্রিও হতো এই মডেলের। ১৯৭৯ সালে ফোকসভাগেন আমেরিকাতে বিটল-এর প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়। তবে মেক্সিকো আর লাতিন আমেরিকার জন্য তখনও তৈরি হচ্ছিল ফোকসভাগেনের এই মডেল।
১৯৯০ সাল নাগাদ আমেরিকাতে ফোকসভাগেনের মডেল বিক্রি করতে বেশ খানিকটা বেগ পেতে হয় কোম্পানিকে। আর তার পরেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ ফার্দিনান্দ পিয়েচ ডিজাইন বদলাবেন বলে ঠিক করেন। আর তার বেশ কিছু দিন পরে ১৯৯৮ সালে মার্কেটে আসে ‘নিউ বিটল’।
আরও পড়ুন: বাজারে এল ডুকাটির নয়া বাইক, দেখে নিন ফিচার
আরও পড়ুন: ভারতের বাজার মাতাতে মিড রেঞ্জের বাইক আনছে বেনেলি
মার্কেটে আসা মাত্রই বিপুল বিক্রি হতে থাকে ফোকসভাগেনের এই মডেল। ১৯৯৯ সালে ৮০,০০০ এর কাছাকাছি বিক্রি হয় ‘নিউ বিটলে’ মডেলটির। তবে খুব সম্প্রতি আমেরিকাতেও ‘নিউ বিটল’ বিক্রি করতে বেগ পেতে হচ্ছিল ফোকসভাগেন সংস্থাকে। সংস্থার তরফে জানানো হয়েছে , ১৯৯৮ সাল থেকে আজ অবধি গোটা বিশ্বে এই মডেলের ৫ লক্ষ গাড়ি বিক্রি হয়েছে।
বিটলের এই মডেলগুলিই আর তৈরি করবে না ভোকসওয়াগন।— ফাইল চিত্র।
২০১৮ সালের প্রথম আট মাস আমেরিকাতে ফোকসভাগেন ১১,১৫১ টি মডেল বিক্রি করেছে। অন্য ছোট গাড়িগুলির সঙ্গে বিটল-এরও বিক্রি অনেক কমে গিয়েছে আমেরিকায়। বরং বিক্রি বেড়েছে ভকসওয়াগনের বাকি মডেলগুলির। উত্তর আমেরিকায় এবং মেক্সিকোয় ফোকসভাগেনের জেট্টা, সেডান, টিগুয়ান-এর রমরমা বাজার।
তবে নতুন আরও দুটি বিটল মডেল মার্কেটে নিয়ে এলেও হিটলারের ওই মডেল আর তৈরি করবে না ফোকসভাগেন। আর সেই মডেল দুটি হল ফাইনাল এডিশন এস ই এবং ফাইনাল এডিশন এস ই এল।
ফোকসভাগেন আমেরিকার প্রধান হিনরিচ ওয়েবকেন জানিয়েছেন, ‘বিটল-এর পরিবর্তে অন্য কোনও মডেল আনার কথা ভাবছেন না তাঁরা।
(গাড়ি থেকে বাড়ি, সোনা থেকে শেয়ার, বিমা থেকে মিউচুয়াল ফান্ড - বিনিয়োগের সাতকাহন আমাদের ব্যবসা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy