চলতি অর্থবর্ষে না হলেও আগামী বছরে (২০২৬-২৭) আমেরিকার চড়া আমদানি শুল্কের বিরূপ প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। দক্ষিণ এশিয়ার অর্থনীতি সংক্রান্ত রিপোর্টে এমনই বার্তা দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। তবে জানিয়েছে, এ বছর বড় অর্থনীতিগুলির মধ্যে দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হওয়ার তকমা ধরে রাখবে ভারত। জিডিপির বাড়তে পারে ৬.৫% হারে। আগের পূর্বাভাস ছিল ৬.৩%।
সম্প্রতি ‘সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট আপডেট (অক্টোবর ২০২৫)’ শীর্ষক রিপোর্টে বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, আমেরিকা ভারতীয় পণ্যের উপরে যে ৫০% আমদানি শুল্ক চাপিয়েছে, অর্থনীতিতে তার প্রভাব স্পষ্ট হতে শুরু করবে পরের অর্থবর্ষ থেকে। ভারত সে দেশে যে পণ্য রফতানি করে, তার তিন-চতুর্থাংশের উপরে সেই চড়া শুল্কের প্রভাব পড়তে চলেছে। সে ক্ষেত্রে বৃদ্ধির গতি থমকে যেতে পারে ৬.৩ শতাংশে। আগে ৬.৫ শতাংশে পৌঁছে যাবে ভাবা হয়েছিল। এই ৬.৩% অবশ্য অধিকাংশ উন্নয়নশীল দেশের চেয়ে বেশি।
তবে একই সঙ্গে রিপোর্টে এটাও বলা হয়েছে, এ বছর (২০২৫-২৬) ভারতে কৃষি উৎপাদন এবং গ্রামাঞ্চলে মজুরি বৃদ্ধি হয়েছে প্রত্যাশার থেকে বেশি। তার উপরে জিএসটি সংস্কারের মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থাকে সরলতর করার পাশাপাশি বহু পণ্যে তার হার কমানো হয়েছে। এই সবের প্রভাবে চলতি অর্থবর্ষে দেশের বাজারে জিনিসপত্রের বিক্রিবাটা এবং আর্থিক কর্মকাণ্ড বাড়বে। আর তার হাত ধরেই আর্থিক বৃদ্ধির হার পৌঁছে যাবে ৬.৫ শতাংশে।
২০২৫ সালে দক্ষিণ এশিয়ার জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৮০ বেসিস পয়েন্ট ছেঁটেছে বিশ্ব ব্যাঙ্ক। ৬.৬% থেকে তা নামিয়েছে ৫.৮ শতাংশে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)