ফি বছর দিল্লির প্রগতি ময়দানে হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এ বার অংশ নিচ্ছে না পশ্চিমবঙ্গ। বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়নের মধ্যেই পশ্চিমবঙ্গের যোগ না দেওয়া দু’পক্ষের তিক্ততাকে নতুন মাত্রা দিল বলেই মনে করা হচ্ছে। গত মাসে মুম্বইয়ে হয়ে যাওয়া জাহাজ মন্ত্রকের ‘ইন্ডিয়া মেরিটাইম’ সম্মেলনে অনুপস্থিত থাকার পরে বাণিজ্য মেলাতেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। পশ্চিমবঙ্গ না এলেও, বেশ কয়েক বছর পরে ওই মেলায় যোগ দিতে আসছে প্রতিবেশী দেশ চিন।
আগামিকাল থেকে দিল্লিতে শুরু হচ্ছে ৪৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এর সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম অনুপস্থিত থাকল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের সূত্রের মতে, প্রতিবারের মতো এ বারও চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্যের তরফে জবাব মেলেনি।
বাণিজ্য মন্ত্রকের অধীন ওই মেলার আয়োজক ‘ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজ়েশন’ (আইটিপিও) জানিয়েছে, যোগ না দেওয়ায় দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে নিজেদের পণ্য এবং পর্যটনকে তুলে ধরার সুযোগ হারাল বাংলা। গত বছর এখানে তারা দুর্গাপুজোর ইউনেস্কোর ‘হেরিটেজ’ স্বীকৃতি পাওয়ার বিষয়টি তুলে ধরেছিল।
সংশ্লিষ্ট মহলের দাবি, রাজ্য স্তরে কংগ্রেস-সিপিএমের মতো বিরোধী দলগুলি তৃণমূলের সঙ্গে বিজেপির গড়াপেটার তত্ত্ব আনলেও, অন্তত প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধং দেহি মনোভাব দেখিয়ে আসার নীতি নিয়েই চলছে শাসক দল। একশো দিনের কাজ, আবাস যোজনার মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অর্থ না দেওয়ার বিরুদ্ধে কেন্দ্র বিরোধী আন্দোলনকে দিল্লির রাজপথে নিয়ে এসেছে। এ দিকে আগামী বছর রাজ্যে ভোট। সেই লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ হতে চলেছে বিজেপি। তাই কেন্দ্রের সঙ্গে আপাতত কোনও সহযোগিতামূলক নীতি না নিয়ে এগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)