অবশেষে তাজপুর বন্দরের জন্য দ্বিতীয় বার দরপত্র আহ্বান করল রাজ্য। সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০২৬-এর ১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। দরপত্র খোলা হবে ৩ মার্চ। উল্লেখ্য, ২০২১ সালে আদানি গোষ্ঠী এই বন্দর নির্মাণের বরাত পায়। পরের বছর তাদের সম্মতিপত্র দেয় রাজ্য। কিন্তু তার পরেই প্রকল্পের ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন ওঠে। ২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ফের নতুন দরপত্র চাওয়া হবে।
এর পর গত জুনে নতুন দরপত্র ডাকার সম্মতি দেয় রাজ্য মন্ত্রিসভা। মোটামুটি ১০০০ একর জমিতে বন্দর ও সংশ্লিষ্ট পরিকাঠামো গড়ে উঠবে। দেওয়া হচ্ছে ৯৯ বছরের লিজ়। রাজ্য জানিয়েছে, শুল্ক নিজেরাই নির্ধারণ করতে পারবে নির্মাণকারী সংস্থা। সূত্রের খবর, এ দফায় বন্দর তৈরির ব্যাপারে এগিয়ে সজ্জন জিন্দলের জেএসডব্লিউ গোষ্ঠী ও ডিপি ওয়ার্ল্ড। গত বার অল্পের জন্য আদানিদের কাছে এই প্রকল্প হাতছাড়া হয় জিন্দালদের।
শিল্পমহল সূত্রে দাবি, আদানিদের সঙ্গে রাজ্যের কোথায় সমস্যা এবং কেন বরাত বাতিল হল তা স্পষ্ট নয়। এ বার আদানিরা সম্ভবত প্রতিযোগিতায় নেই। তবে সিঙ্গাপুর ও পশ্চিম এশিয়ার আরও দু’টি সংস্থার নাম সামনে আসছে। সূত্রের খবর, আগামী ১৪ জানুয়ারি নিলাম পূর্ববর্তী বৈঠক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)