Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গুজরাতের চেয়ে এগিয়ে বাংলা, দাবি শিল্পমন্ত্রীর

বিনিয়োগের বাস্তবায়নে গুজরাতকেও পিছনে ফেলে দিয়েছে বাংলা!বিধানসভায় নিজের দফতরের বাজেট বিতর্কের জবাবি বক্তৃতায় এমনই দাবি করলেন শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর বক্তব্য, ‘‘গুজরাতে শিল্প সম্মেলনে যে-সব লগ্নি-প্রস্তাব আসে, তার মধ্যে ২-৩% বাস্তবায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই হার অনেকটাই বেশি। প্রায় ৪০%।’’

অমিত মিত্র

অমিত মিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:২৩
Share: Save:

বিনিয়োগের বাস্তবায়নে গুজরাতকেও পিছনে ফেলে দিয়েছে বাংলা!

বিধানসভায় নিজের দফতরের বাজেট বিতর্কের জবাবি বক্তৃতায় এমনই দাবি করলেন শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর বক্তব্য, ‘‘গুজরাতে শিল্প সম্মেলনে যে-সব লগ্নি-প্রস্তাব আসে, তার মধ্যে ২-৩% বাস্তবায়িত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই হার অনেকটাই বেশি। প্রায় ৪০%।’’

রাজ্যই এখন দেশের মধ্যে আকর্ষণীয় বিনিয়োগ কেন্দ্র বলে দাবি করেন অমিতবাবু। তাঁর বক্তব্য, ‘‘২০১৫ থেকে ২০১৭-য় এ রাজ্যে ৪ লক্ষ ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার লগ্নি বাস্তবায়িত হওয়ার পথে।’’

অমিতবাবু এ প্রসঙ্গে উল্লেখ করেছেন পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সংস্থা (দ্য চ্যাটার্জি গ্রুপ বা টিসিজি)-র কথা। শিল্পমন্ত্রী জানান, এক্সাইড হলদিয়ায় ৭০০ কোটি টাকার বিনিয়োগ করেছে। তাঁর কথায়, ‘‘বিশ্ব বাংলা সম্মেলনেই পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সংস্থা জানিয়েছিল যে, তারা তেল শোধনাগার তৈরির পরিকল্পনা করছে। এর জন্য ২০ হাজার কোটির প্রাথমিক বিনিয়োগ প্রস্তাব আমাদের কাছে এসেছে।’’ হলদিয়ায় এটি তৈরির জমি পেতে কোনও অসুবিধা হবে না বলে মন্ত্রী এ দিন আশ্বাস দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Mitra Gujarat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE