গুজরাত প্রথম। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। বেশ খানিকটা এগিয়ে রাজস্থানও। কিন্তু দেরিতে শুরু করায় এলইডি আলোর লাগানোর দৌড়ে এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ।
পরিসংখ্যান বলছে, গুজরাত সাধারণ বাল্বের বদলে লাগিয়ে ফেলেছে পৌনে তিন কোটিরও বেশি এলইডি বাল্ব। মহারাষ্ট্রে সংখ্যাটা ২.১০ কোটির মতো। সেখানে এ রাজ্য এখনও পর্যন্ত ৮ লক্ষের আশেপাশে পৌঁছতে পেরেছে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রক সূত্র।
উল্লেখ্য, এলইডি বাল্ব লাগানো নিয়ে প্রথম দিকে পশ্চিমবঙ্গের আপত্তি ছিল। ওই আলো বণ্টনের কোনও দায়িত্ব তারা নিতে পারবে না বলে জানিয়েও দেয়। পরে বহু আলাপ-আলোচনার শেষে পুজোর পরে রাজ্যে এলইডি লাগানো শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।