Advertisement
১৯ এপ্রিল ২০২৪
whatsapp

মুছে যাওয়া মেসেজের ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ, দেখুন কী ভাবে ব্যবহার করবেন

দেখে নিন। কী ভাবে এই ফিচারটি চালু করবেন।

এই ফিচারটি আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। ফিচারটি অন করলে সাতদিন পর আপনার মেসেজ ডিলিট হয়ে যাবে।

এই ফিচারটি আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। ফিচারটি অন করলে সাতদিন পর আপনার মেসেজ ডিলিট হয়ে যাবে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১২:৫৫
Share: Save:

মুছে যাওয়া মেসেজের ফিচার চালু করা নিয়ে কয়েক দিন আগেই ঘোষণা করেছিল হোয়্যাটসঅ্যাপ। তার পর বিটা ভার্সানও চলছিল। এ বার ভারতের ব্যবহারকারীদের জন্য চালু করে দেওয়া হল ‘ডিস্যাপিয়ারিং মেসেজ’ ফিচারটি।

হোয়াটসঅ্যাপ সংস্থা নিজেদের ব্লগে এই ফিচারের ঘোষণা করে বলেছে, ‘‘সাধারণত হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের ফোনে সারাজীবনের জন্যই থেকে যায়। পরিবার, বন্ধুদের স্মৃতি এতে ধরা থাকে। তবে আমরা যে মেসেজগুলি পাঠাই, সেগুলির সব ক’টিই যে আজীবন রেখে দেওয়ার মতো, তা নয়। আমরা চাই, হোয়াটসঅ্যাপের চ্যাট যেন সামনাসামনি কথা বলার মতোই অভিজ্ঞতা দেয় ব্যবহারকারীদের। তার মানে সব কথা রেখে না দিলেও চলে। সেই কারণেই আমরা মুছে যাওয়া মেসেজের ফিচারটি চালু করলাম।’’

এই ফিচারটি আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। ফিচারটি অন করলে সাতদিন পর আপনার মেসেজ ডিলিট হয়ে যাবে। একজনের চ্যাট বা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। অপশনটি অন করার পর যদি আপনি মেসেজ রেখে দিতে চান, তা হলে আপনাকে হয় স্ক্রিনশট নিয়ে রাখতে হবে অথবা টেক্সট কপি-পেস্ট করে রাখতে হবে।

আরও পড়ুন: ফাইজারের টিকাকে এ সপ্তাহেই ছাড়পত্র দিতে পারে ব্রিটেন

এবার দেখে নিন। কী ভাবে এই ফিচারটি চালু করবেন।

প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড, আইওএস বা অন্য অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটাসঅ্যাপ আপডেট করবেন। আপডেট করার পর অ্যাপের চ্যাট উইন্ডো ওপেন করতে হবে। ‌নির্দিষ্ট কন্ট্যাক্ট নেমে আপনাকে সিলেক্ট করে ডিস্যাপিয়ারিং মেসেজ অপশনটি অন করতে হবে। হোয়াটস অ্যাপ ওয়েব, ফোন সব কিছুর ক্ষেত্রেই তার পর থেকে একটি চালু হয়ে যাবে।

আরও পড়ুন: কনকনে পাহাড়, কলকাতা ১৫.৫, পানাগড় ৮, চলবে শীতের আমেজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

whatsapp tech news whatsapp update
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE