কেন্দ্রীয় বা রাজ্য কর বিভাগ থেকে সমন এলে সংশ্লিষ্ট করদাতাকে (অ্যাসেসি) নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হবে। জবাব দিতে হবে কারণ দর্শানোর (শোকজ়) নোটিস এলেও। তবে এ ক্ষেত্রে সমন বা নোটিস পাঠানোর মানেই মামলা শুরু নয়। সম্প্রতি জিএসটি সংক্রান্ত এক মামলায় ওই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যে ব্যক্তি বা সংস্থার উপর করে বা ওই সংক্রান্ত আর্থিক পাওনা মেটানোর দায় রয়েছে, তাকেই বলে অ্যাসেসি।
জিএসটি আদায় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারি কর দফতর, উভয়েই পদক্ষেপ করতে পারে। অনেক সময়েই দেখা যায় তাদের মধ্যে একটি অ্যাসেসিকে সমন বা শোকজ় নোটিস পাঠানোর পরে অপর দফতরও সেই বিষয়ে একই পদক্ষেপ করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ক্ষেত্রে অ্যাসেসি-র কর্তব্য নির্দেশ প্রথমে পালন করে তার পরে তাদের অপর দফতরের নোটিসের কথা জানানো।
আদালত জানিয়েছে, এই ধরনের ঘটনায় দুই কর দফতর নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে অ্যাসেসি-র দাবির সত্যতা যাচাই করবে। দেখবে দু’টি আলাদা বিষয়ে সমন বা নোটিস দেওয়া হয়েছে কি না। বিষয় এক হলে কোন দফতর তা হাতে নেবে, তা ঠিক করতে হবে হবে। বাতিল হবে অন্য নোটিসটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)