নজিরবিহীন দাম সোনার। তবু আজ ধনতেরসের বাজার হতাশ করবে না, আশা গয়না ব্যবসায়ীদের। বিশেষত সোমবার যেহেতু কলকাতায় খুচরো পাকা সোনা (১০ গ্রাম ২৪ ক্যারাট) ৪৫০ টাকা কমেছে। হয়েছে ৭৯,০০০ টাকা, জিএসটি নিয়ে ৮১,৩৭০ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট) ৫০০ টাকা কমে দাঁড়িয়েছে ৭৫,১০০ টাকা। কর নিয়ে ৭৭,৩৫৩ টাকা।
গিনি এম্পোরিয়ামের কর্ণধার সমর দে বলেন, ‘‘সোনার দাম বহু ক্রেতার গা-সওয়া হয়ে গিয়েছে। তাই গয়না কেনার আগ্রহ বেড়েছে।’’ সেনকো গোল্ডের এমডি শুভঙ্কর সেনের ধারণা, হালকা গয়নার বিক্রি বাড়বে। তবে ছাড়ের সুযোগ নিয়ে ভারী গয়নাও ভাল বিকোতে পারে। অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনর্ঘ উত্তীয় চৌধুরীর বক্তব্য, “এখন গয়নাও লগ্নি অনেকের কাছে। তাই বিক্রি বাড়তে পারে।’’ ২২ ক্যারাটের পাশাপাশি কম ক্যারাটের সোনায় তৈরি হিরের গয়নার চাহিদাও বেড়েছে, দাবি ডি বিয়ার্সের এমডি অমিত প্রতিহারির। আশায় ছোট ও মাঝারি দোকানও। বেলঘরিয়ায় পি সি পোদ্দার জুয়েলার্সের টগর পোদ্দার, হলদিয়ার রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কসের মদুসূদন কুইলা, বনগাঁর নিউ সিংহ জুয়েলার্সের বিনয় সিংহ বলেন, “সোনা আর না চড়লে ধনতেরস ভাল যাবে।’’ পাইকারি গয়না বিক্রেতা চিত্তরঞ্জন পাঁজা জানাচ্ছেন, “বহু বিপণি কিনছে। এটা বিক্রি ভাল হওয়ারই ইঙ্গিত।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)