Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

সেল্ফ সার্টিফিকেশন না দিলে ১ মে থেকে ব্লকড হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৫-র ৩১ অগস্ট পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা দেশের কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাঁরা যদি ব্যাঙ্ক-কর্তৃপক্ষের কাছে নিজেদের আয় বা আয়কর সংক্রান্ত তথ্যাদি না জানান (সেল্ফ-সার্টিফিকেশন), তা হলে তাঁদের সেই সব অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দেওয়া হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ২০:২৬
Share: Save:

২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৫-র ৩১ অগস্ট পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা দেশের কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাঁরা যদি ব্যাঙ্ক-কর্তৃপক্ষের কাছে নিজেদের আয় বা আয়কর সংক্রান্ত তথ্যাদি না জানান (সেল্ফ-সার্টিফিকেশন), তা হলে তাঁদের সেই সব অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দেওয়া হবে।

আয়কর দফতরের তরফে বুধবার এ কথা জানিয়ে বলা হয়েছে, ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্ল্যায়ান্স অ্যাক্ট (‘ফ্যাটকা’) অনুযায়ী এই নিয়ম চালু করা হয়েছে। প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারকে তা আলাদা আলাদা ভাবে জানিয়েও দেওয়া হবে।

কী কী জানার আছে?

১) এই নিয়ম আপনাআপনিই ভারত ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক আদানপ্রদান সংক্রান্ত তথ্যাদি দেওয়া-নেওয়া করবে।

২) এই নিয়ম চালু করার জন্য আমেরিকার সঙ্গে ভারত চুক্তিবদ্ধ হয়েছে।

৩) আমানতকারীদের জানাতে হবে তাঁরা কোন দেশে আয়কর দেন, তাঁদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কত, কোন দেশে তাঁদের জন্ম, তাঁদের নাগরিকত্ব কোন দেশের।

৪) ‘ব্লক’ করে দেওয়া হলে একমাত্র সেল্ফ-সার্টিফিকেশন দাখিল করার মাধ্যমেই তাঁদের ওই অ্যাকাউন্টে আবার লেনদেন করার অনুমতি দেওয়া হবে।

৫) এই একই নিয়ম চালু হচ্ছে মিউচ্যুয়াল ফান্ডেও।

আরও পড়ুন- যুদ্ধ জিইয়ে রাখল জিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

indian economy Banks in India demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE