E-Paper

‘সিলিকন ভ‍্যালি’-তে তোড়জোড়

বেঙ্গল সিলিকন ভ‍্যালিতে জমি পাওয়া সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন মন্ত্রী এবং তাঁর দফতরের আধিকারিকেরা। তার পরেই সাংবাদিক সম্মেলনে বাবুল জানান, ন‍্যূনতম ৩৫,০০০ কোটি টাকা লগ্নি হতে চলেছে শিল্পতালুকটিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ০৯:৫০

—প্রতীকী চিত্র।

রাজারহাটে ২৫০ একর জুড়ে তৈরি তথ্যপ্রযুক্তি শিল্পতালুক ‘বেঙ্গল সিলিকন ভ্যালি’-তে শীঘ্রই কাজ শুরু করতে চলেছে এটিটি ডেটা, এসটি টেলিমিডিয়া-সহ তিনটি সংস্থা। শুক্রবার এ কথা জানালেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, রিলায়্যান্স, ক্যাপজেমিনি, এলঅ্যান্ডটি-সহ মোট ৪১টি সংস্থা জমি নিয়েছে সেখানে। তার মধ্যে ২৩টি নির্মাণ শুরু করেছে। আর তিনটি সংস্থা দ্রুত কাজ শুরু করবে।

এ দিন বেঙ্গল সিলিকন ভ‍্যালিতে জমি পাওয়া সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন মন্ত্রী এবং তাঁর দফতরের আধিকারিকেরা। তার পরেই সাংবাদিক সম্মেলনে বাবুল জানান, ন‍্যূনতম ৩৫,০০০ কোটি টাকা লগ্নি হতে চলেছে শিল্পতালুকটিতে। কাজের সুযোগ খুলবে এক লক্ষেরও বেশি মানুষের। একবার এটি চালু হলে দেশের তথ‍্যপ্রযুক্তি মানচিত্রে অনেকটাই ওপরে উঠে আসবে বাংলা।

মন্ত্রীর দাবি, এ বছর রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র থেকে রফতানির অঙ্ক ২০১১-র তুলনায় ২৮৫% বেড়ে হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। সিলিকন ভ্যালির পাশাপাশি টিসিএস, ইনফোসিস, আইটিসি ইনফোটেক যে ক‍্যাম্পাস তৈরি করেছে, তা আগামী দিনে এই শিল্পকে আরও এগিয়ে দেবে। অচিরেই রাজ্য সরকার সেমিকনডাক্টর এবং জিসিসি (গ্লোবাল ক‍্যাপাবিলিটি সেন্টার) নীতি আনবে বলেও বিভিন্ন তথ‍্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের আশ্বস্ত করে তিনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Babul Supriyo Investment

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy