Advertisement
২৫ এপ্রিল ২০২৪

উন্নয়নশীল বিশ্বকে বার্তা বিশ্ব ব্যাঙ্কের 

ঋণ ও খরচকে নিয়ন্ত্রণে রাখা এবং কর সংগ্রহে জোরের পরামর্শ দেওয়া হয়েছে।

উন্নয়নশীল দেশগুলিকে বিশ্বব্যাঙ্কের সাবধানবাণী।

উন্নয়নশীল দেশগুলিকে বিশ্বব্যাঙ্কের সাবধানবাণী।

সংবাদ সংস্থা 
ওয়াশিংটন শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০৩:২৮
Share: Save:

উন্নয়নশীল দেশগুলিতে তৈরি হচ্ছে ঋণের ঢেউ। তা ফুলেফেঁপে উঠছে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে।

গত কয়েক বছর ধরেই সারা বিশ্বের ঋণের পরিস্থিতি সম্পর্কে সতর্কবার্তা দিয়ে আসছে বিশ্ব ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। তবে এ বারের বার্তায় উদ্বেগ আরও বেশি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

সম্প্রতি এক রিপোর্টে আইএমএফ জানিয়েছে, ২০১৮ সালে সারা বিশ্বে ঋণের অঙ্ক ১৮৮ লক্ষ কোটি ডলার ছুঁয়েছে। যা বিশ্ব অর্থনতির ২৩০%। আর শুক্রবার বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতিতে হঠাৎ যদি সুদ বেড়ে যায় কিংবা বিশ্ব অর্থনীতি কোনও ভাবে ধাক্কা খায়, তা হলে উন্নয়নশীল দেশগুলি ঐতিহাসিক আর্থিক সঙ্কটে পড়তে পারে। এই অবস্থায় ঋণ ও খরচকে নিয়ন্ত্রণে রাখা এবং কর সংগ্রহে জোরের পরামর্শ দেওয়া হয়েছে। ম্যালপাসের বক্তব্য, এই সমস্যার সমাধান সম্ভব। তবে রাষ্ট্রনেতাদের এর গুরুত্ব বুঝতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

World Bank Developing Countries
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE