Advertisement
০৯ মে ২০২৪

এ বার পূর্বাঞ্চলে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ৪ ডিসেম্বর

আগামী ৪ ডিসেম্বর ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে এ বার ধর্মঘট হবে শুধু পূবার্ঞ্চলে। ব্যাঙ্ক শিল্পে অফিসার এবং কর্মীদের ৯টি ইউনিয়নের যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ) এই ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাঙ্ক শিল্পে বেতন সংশোধন দ্রুত করার দাবিতে ওই ধর্মঘট ডাকা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রস্তাবের বিরোধিতা করাও ধর্মঘটের উদ্দেশ্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৪ ০০:৪২
Share: Save:

আগামী ৪ ডিসেম্বর ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে এ বার ধর্মঘট হবে শুধু পূবার্ঞ্চলে। ব্যাঙ্ক শিল্পে অফিসার এবং কর্মীদের ৯টি ইউনিয়নের যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ) এই ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাঙ্ক শিল্পে বেতন সংশোধন দ্রুত করার দাবিতে ওই ধর্মঘট ডাকা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক বিলগ্নিকরণ প্রস্তাবের বিরোধিতা করাও ধর্মঘটের উদ্দেশ্য।

ব্যাঙ্কের শাখাগুলির ঝাঁপ বন্ধের পাশাপাশি এ বারও ধর্মঘটের দিন এটিএম পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইউএফবিইউ-র আহ্বায়ক গৌতম বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বলেন, “হাসপাতালগুলিতে যে-সব এটিএম রয়েছে, সেগুলি চালু রাখা হবে।” অবশ্য গৌতমবাবু এ কথাও বলেছেন, “আমরা গ্রাহকদের অনুরোধ করব, যাতে শুধু চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা তোলার জন্যই ওই সব এটিএম ব্যবহার করা হয়। ওই দিন অন্যরাও ওই সব এটিএম নানা কাজে ব্যবহার করলে সেগুলিতে জমা থাকা টাকা ফুরিয়ে যেতে পারে।”

দ্রুত বেতন সংশোধন করার দাবিতে এবং বিলগ্নিকরণের উদ্যোগের বিরোধিতা করার জন্য চলতি বছরে ইতিমধ্যেই তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বরও ধর্মঘট হলে মোট চার দিন হবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার স্টাফ ফেডারেশনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান বলেন, “কেন্দ্রীয় সরকার আমাদের দাবিগুলির প্রতি কোনও কর্ণপাত করছে না। প্রয়োজনে আমরা আরও বড় মাপের আন্দোলনে যেতে বাধ্য হব।”

গত ১২ নভেম্বর ওই দু’টি দাবিতেই দেশ জুড়ে ধর্মঘট করে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। ওই দিনই ঘোষণা করা হয়েছিল, দাবি মানা না-হলে এর পর আঞ্চলিক ভিত্তিতে ধর্মঘট করা হবে। সেই মতোই ৪ ডিসেম্বরে পূর্বাঞ্চলে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আগে দক্ষিণ এবং উত্তরাঞ্চলে ধর্মঘট করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চলে ধর্মঘট হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bank strike uttaranchal 4th december
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE