‘সমানুকম্পন-ব্যতিরেকী’ নন বলেই অমিয় দেবের ছোট্ট লেখাতেও ফুটে ওঠে এ রাজ্যের শিক্ষক আন্দোলন। কবি ও কবিতার কাগজ কবিসম্মেলন, সেখানে তো থাকবেই কাছে-দূরের খ্যাত কি বিস্মৃত কবিদের নিয়ে লেখালিখি: নিকোলাই নেক্রাসভ ও কমলা দাস, বিনোদ শুক্ল-জসিন্তা কেরকেট্টা, সিলভিয়া প্লাথ থেকে শিশিরকুমার দাশ কি শামসের আনোয়ার এখানে পাশাপাশি, স্বচ্ছন্দ। সৌরীন ভট্টাচার্যের দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন অম্লান দত্ত, সমগ্র মননজীবনের ‘রেট্রোস্পেক্টিভ’ বললে ভুল হয় না। কালীকৃষ্ণ গুহের কাব্যনাটক, অমৃতা ভট্টাচার্যের কাব্যোপন্যাস, আর প্রাণভ্রমরা: প্রবীণ-নবীন কবিদের কবিতা।
কবিসম্মেলন, শারদীয় ১৪৩২
সম্পা: শ্যামলকান্তি দাশ
২৫০.০০
রবিশংকর বলের উপন্যাস ফাগুনকবি ও এক সন্ত্রাসবাদী একদা প্রকাশিত হয়েছিল একটি দৈনিক কাগজের পাতায়, তারই নাট্যরূপ এই সংখ্যায়। পুরাণ বিভাগের আকর্ষণ লালমাটির দেশে ডাঙ্গালী কালীপুজো, বোলপুর নামের পিছনে লোককথা। উপন্যাস ছোটগল্প রম্যরচনা, সঙ্গে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। খেলা বিভাগে নিবন্ধ মৌমা দাস, ভারতীয় ফুটবলের হাল নিয়ে। রণজিৎ দাশ শ্যামলকান্তি দাশ প্রমুখের কবিতা, ছোটদের জন্য ছড়া।
উজানস্রোত, শারদীয় ১৪৩২
সম্পা: স্বর্ণালী হাজরা
২৭৫.০০
সমাজমাধ্যম ও বিনোদনের নানা উপঢৌকন যখন মূলধারার সাহিত্যকেও কোণঠাসা করছে, তখন ছোট পত্রিকার ভবিষ্যৎ কী? প্রচেত গুপ্ত লিখছেন, এক-একটি ছোট পত্রিকা আদতে একটি বৃহৎ স্বতন্ত্র সাহিত্যগোষ্ঠীর অংশ, নিয়ম ভাঙা-নতুন নিয়ম গড়ার খেলায় তার মশাল হাত বদল হলেও নেবে না কখনও। এই সংখ্যায় আছে ছোটগল্প, ক্যাথরিন ম্যানসফিল্ড ও হান কাং-এর রচনার অনুবাদ, ভগীরথ মিশ্র, তিলোত্তমা মজুমদারের দীর্ঘ সাক্ষাৎকার। সমারসেট মম-এর ছোটগল্পের শৈলী নিয়ে আলোচনা।
নতুন গল্পপত্র, শারদীয় ২০২৫
সম্পা: শংকর চক্রবর্তী
১৯৯.০০
জীবনধর্মী উপন্যাস লিখতে চান, শুনে সত্যজিতের পরামর্শ ছিল বিনোদবিহারী মুখোপাধ্যায়কে নিয়ে লেখার। কিন্তু সমরেশ বসুর মনে হয়েছিল, মানুষ ও শিল্পী হিসেবে রামকিঙ্কর বেজ বেশি আকর্ষণীয় চরিত্র: “জীবনকে ছেলেবেলাতেই তিনি দেখেছেন একেবারেই নিরাবরণ ভাবে।” অসমাপ্ত দেখি নাই ফিরে-কে ফিরে দেখা, সঙ্গে রুশতী সেনের বইকথা, একগুচ্ছ কবিতা গল্প উপন্যাস; পবিত্র সরকার ও সঞ্জয় মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার।
কলমে কারুকৃতি, শারদীয়া ১৪৩২
সম্পা: সোমা দত্ত
২৫০.০০
অনন্তের ইশারা বহন করা অন্ধকারের কথা রবীন্দ্রনাথের গানে বার বার পাই আমরা, সৌরীন ভট্টাচার্য কথা বলেন সেই নিয়েই। অন্ধকার, শূন্যতা বা আলোকপ্রার্থনা কী ভাবে সঞ্চারিত হয় রবীন্দ্রগানে, উঠে আসে তার লেখায়— অসহায় মানুষ ও তার পরিস্থিতির কথা এত আছে রবীন্দ্রনাথে, ‘আস্তিক্যের ঘোরে সেদিকে তাকাতে ভুলে যাই আমরা’, মনে করিয়ে দেন তিনি। তাঁর সাম্প্রতিকতম ‘রবীন্দ্রকুমার দাশগুপ্ত স্মারক বক্তৃতা’ এই সংখ্যায় মুদ্রিত হয়েছে, ‘শূন্যস্থান পূর্ণ করো’। হাসান আজিজুল হকের উপন্যাস নিয়ে সুমিতা চক্রবর্তী, গণিতের শূন্য নিয়ে দেবদত্ত জোয়ারদার, মণীন্দ্র গুপ্তের কবিতা নিয়ে উদয়ন ভট্টাচার্যের মননশীল প্রবন্ধাদি; শিক্ষার্জনে বর্ণভেদ ও আর্থিক অসাম্যের বাধা নিয়ে রামচন্দ্র প্রামাণিকের রচনা সংখ্যাটিকে ঋদ্ধ করেছে।
অরণ্যমন, শারদীয় ১৪৩২
সম্পা: চিরঞ্জীৎ দাস
২৬০.০০
কবিতার কি জাতীয় চরিত্র হয়? নানা রাজ্যের নিজস্ব ভাষা-সংস্কৃতির বাস্তবতা ভুলে সবাইকে এক ছাদের তলায় আনা সম্ভব? উত্তর এই সংখ্যার ‘ভারতীয় কবিতা’ ক্রোড়পত্রে। বাংলা কবিতার পাশে কাশ্মীরি কন্নড় নেপালি ডোগরি-সহ নানা ভাষার কবিতার অনুবাদ; কবিদের সাক্ষাৎকারে আজকের ভারতে সাংস্কৃতিক পরিমণ্ডলে রাজনীতির অনুপ্রবেশ, অনুবাদের গুরুত্ব, নারীবাদী কবিতার মতো বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তার আগ্রাসন বাংলা কবিতার অশনি সঙ্কেত কি না, সেই আলোচনা। অশান্ত উত্তর-পূর্বের প্রেক্ষাপটে সেখানকার কবিতা নিয়ে আলোচনা সুবোধ সরকারের, মণিপুরের সইবাম হরিপ্রিয়ার লেখা খুলে দেয় হিন্দুত্ববাদের মুখোশ।
গুহালিপি, উৎসব ১৪৩২
সম্পা: সায়ন রায়
২০০.০০
উৎসবের আমেজ মিশে আছে প্রকাশিত ছ’টি উপন্যাস, ছোটগল্পের রহস্য-রোমাঞ্চে। স্মরণজিৎ চক্রবর্তীর কবিতা, ডরোথি এল সেয়ার্স-এর ‘দ্য পয়জ়নড ডাও ’০৮’ বঙ্গানুবাদে, প্রাপ্তমনস্কদের জন্য কমিক্স। মৃণাল সেনের ছবি, গুরু দত্তের জীবনকৃতি নিয়ে প্রবন্ধের পাশে নজর কাড়ে শ্রীচৈতন্যের জীবন ও সময় অবলম্বনে নাটক ‘হৃদি ভেসে যায়’। পাণিনির সময়ের ভারত, সিন্ধু থেকে টাইগ্রিস, বৃহদেশ্বর শিবমন্দির নিয়ে গবেষণাধর্মী রচনাগুলি অন্যতম আকর্ষণ।
প্রাতিস্বিক, উৎসব ২০২৫
সম্পা: অলোক বন্দ্যোপাধ্যায়
২৫০.০০
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)