Advertisement
১৬ মে ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

উড়ন্ত হিংস্র পাখির প্রতিমাকল্প

সম্প্রতি চিত্রকূট গ্যালারিতে ‘ম্যাপিং ডিট্যুর্‌স্‌’ শিরোনামে দেশ-বিদেশের দশ জন শিল্পীর ছবি নিয়ে প্রদর্শনী হল। রাধিকা আগরওয়ালের উড়ন্ত হিংস্র পাখির প্রতিমাকল্পগুলি পরিবৃত সন্ত্রাসের এক প্রতীকী আবহ গড়ে তোলে। হাঙ্গারির এভা ম্যাগিয়ারোসি এনেছেন চলচ্চিত্রীয় প্রবহমানতা।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০০:০১
Share: Save:

সম্প্রতি চিত্রকূট গ্যালারিতে ‘ম্যাপিং ডিট্যুর্‌স্‌’ শিরোনামে দেশ-বিদেশের দশ জন শিল্পীর ছবি নিয়ে প্রদর্শনী হল। রাধিকা আগরওয়ালের উড়ন্ত হিংস্র পাখির প্রতিমাকল্পগুলি পরিবৃত সন্ত্রাসের এক প্রতীকী আবহ গড়ে তোলে। হাঙ্গারির এভা ম্যাগিয়ারোসি এনেছেন চলচ্চিত্রীয় প্রবহমানতা। আমেরিকার ক্রিস্টিনা মোলিনা হিমবাহের পরিমণ্ডল আনতে চেষ্টা করেছেন। ইংলন্ডের সরবিনা অসবোর্ন চেয়েছেন প্রকৃতির অন্তর্নিহিত রহস্যকে অনুধাবন করতে। ভারতের বিরাগ দেশাই মানুষের ও প্রকৃতির স্বাভাবিকতাবাদী রূপারোপের সঙ্গে স্থাপত্যের রেখারূপকে মিলিয়েছেন। এছাড়া ছিলেন মৌটুসি চক্রবর্তী, সারীনা খেমরা, লিসে সেলবি, গরিমা ঠাকুর ও ম্যাথু টম।

প্রদর্শনী

চলছে

সিমা: ‘আর্ট মেলা’ কাল শেষ।

শ্রী আর্ট গ্যালারি: ‘নানা রং’ আজ শেষ।

বিড়লা অ্যাকাডেমি: বাদল পাল, প্রবাল রায় প্রমুখ কাল শেষ।

সিদ্ধার্থ সেনগুপ্ত কাল শেষ।

অ্যাকাডেমি: বরুণ রায়, তপন পাঠক প্রমুখ ১ ডিসেম্বর পর্যন্ত।

মলয় সাহা ১ ডিসেম্বর পর্যন্ত।

বাদল পাল ১ ডিসেম্বর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mrinal ghosh art exhibition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE