Advertisement
E-Paper

ছন্দিত রেখায় শক্তিরূপিণী

দীপঙ্কর মানি ও বিপ্লব দলই একসঙ্গে প্রদর্শনী করলেন চিত্রকূট আর্ট গ্যালারিতে। দু’জনের ছবিতেই পুরাণকল্পমূলক বিষয়ের চিত্রায়ণে আধ্যাত্মিক অনুষঙ্গ ছিল। দীপঙ্করের ছবি রেখা-প্রধান ও বর্ণিল। গণেশ, দুর্গা ও শক্তিরূপিণী অন্যান্য দেবীর ছবি এঁকেছেন ছন্দিত রেখায়।

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০০:০০

দীপঙ্কর মানি ও বিপ্লব দলই একসঙ্গে প্রদর্শনী করলেন চিত্রকূট আর্ট গ্যালারিতে। দু’জনের ছবিতেই পুরাণকল্পমূলক বিষয়ের চিত্রায়ণে আধ্যাত্মিক অনুষঙ্গ ছিল। দীপঙ্করের ছবি রেখা-প্রধান ও বর্ণিল। গণেশ, দুর্গা ও শক্তিরূপিণী অন্যান্য দেবীর ছবি এঁকেছেন ছন্দিত রেখায়। বিপ্লবের অধিকাংশ ছবিতেই সাদা-কালোর প্রাধান্য। বিষয় হিসেবে এসেছে দুর্গাপ্রতিমা বিসর্জনের দৃশ্য। বিদায়ের বিষাদ ও সমর্পণ তাঁর ছবির প্রধান সুর।

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • কেশব বন্দ্যোপাধ্যায় ২০ পর্যন্ত।

দীপঙ্কর মানি ১৯ পর্যন্ত।

কেশব বন্দ্যোপাধ্যায় ২০ পর্যন্ত।

ভিক্টোরিয়া মেমোরিয়াল: • রে অ্যান্ড দ্য সিটি ৫ জুন পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • নস্টালজিয়া কাল শেষ।

গ্যালারি ইমেজেস: • অর্ঘ, কৌশিক, বিনয়, শমিকা প্রমুখ ১৮ পর্যন্ত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy