Advertisement
E-Paper

গরমে থাকুন সুতির আমেজে

পয়লা বৈশাখের পোশাক। যতই আপনি সাজতে ভালবাসেন তবু গরমকাল তো গরমের কথাটা মাথায় রাখতেই হবে। তপ্ত গরমে ফুটছে রাজপথ থেকে গলি৷ জানাচ্ছেন অভিষেক দত্ত

অভিষেক দত্ত

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ২৩:৩৪

পয়লা বৈশাখের পোশাক। যতই আপনি সাজতে ভালবাসেন তবু গরমকাল তো গরমের কথাটা মাথায় রাখতেই হবে। তপ্ত গরমে ফুটছে রাজপথ থেকে গলি৷ এই গরমের সময় থেকে বাঁচতে চাই সঠিক পোশাক৷ যা হবে ট্রেন্ডি এবং আরামদায়ক৷ কী পরবেন এই গরমে? জেনে নিন৷

গরমের জামাকাপড়ের বাছার আগে সবার আগে নজর রাখুন ফেব্রিকের উপর৷ সুতির পোশাকই হোক গরমের পোশাকের প্রথম পছন্দ৷ দিন হোক বা রাত, গরম থেকে বাঁচতে সুতি কাপড়ের তৈরি পোশাক কিন্তু একদিকে যেমন ফ্যাশনেবল, তেমনই আরামদায়কও৷ পোশাকের রং হিসেবে গরমে বাছুন হালকা রং৷ সাদা এ ব্যাপারে একদম পারফেক্ট৷ চলতে পারে হালকা গোলাপি, হলুদ, কিংবা সবুজ রং৷ দিনের বেলা উজ্জ্বল রং না বাছাই ভাল৷ গরমকালে জমকালো রং একটু এড়িয়ে চলাই উচিত। টাইট পোশাকের পরিবর্তে পরুন ঢিলেঢালা পোশাক৷ রোদে বেরনোর সময় ফুলহাতা পোশাক পরুন৷ ব্যবহার করতে পারেন টুপি কিংবা বান্ডানা৷ অফিসে যাওয়ার সময় ব্যাগে অতিরিক্ত জামা ক্যারি করুন৷ রোদে ঘামে ভিজে যাওয়া জামার পরিবর্তে অফিসে ঢুকে জামা পাল্টে নিন। রেশম, জিনসের পরিবর্তে পরুন সুতির কাপড়৷

ছেলেদের ফ্যাশন

চোখ রাঙাচ্ছে সূর্য। জানান দিচ্ছে চলে এসেছে গরমের দিন। ছেলেদের ফ্যাশনের ফুরফুরে দিনগুলো এখন শুধুই স্মৃতি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এই গরমে নিজেকে টেকানোই দায়, তাই বলে ফ্যাশন তো আর থেমে থাকতে পারে না। তাই আজই জেনে নিন আপনার পোশাক কেমন হলে স্টাইলের পাশাপাশি আরামও পাবেন।

গরমে কটকটে বা গাঢ় কোনও রং অসহ্য মনে হয়। তাই অধিকাংশ ছেলে গরমে বেছে নেন সাদা রঙের পোশাক। সাদার ছড়াছড়ি দেখে মনে হয়, এটা বুঝি জাতীয় রঙ! হালকা রং বলতে শুধু সাদা রং কেন, বরং ঘিয়া, আকাশী, হালকা সবুজ, বাদামি, পার্পল-সহ যে কোনও সহনশীল রং বেছে নিতে পারেন পোশাকে। গরমে গাঢ় রং যে পরাই যাবে না, এমনটা নয়। কালো ও কালচে শেডের রংগুলো বাদে যে কোনও রঙেই রাঙাতে পারেন।

গরমে রঙের চেয়ে বেশি প্রাধান্য দিন পোশাকের কাপড়ের ওপর। ছেলেরা যেহেতু দিনের বেশির ভাগ সময় বাইরে কাটান তাই আরামদায়ক ফ্রেবিকের কথা মাথায় রাখুন। সে ক্ষেত্রে সুতির চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। সুতি বা তাঁতের তৈরি কাপড়ের পোশাক হতে পারে আপনার স্বস্তিদায়ক গরমের সঙ্গী।

মেয়েদের ফ্যাশন

পোশাক নির্বাচনের ক্ষেত্রে মেয়েরা গরমের সময় ক্ষেত্রে সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসরসহ হালকা রঙের পোশাকগুলো প্রাধান্য দেওয়া উচিত। গরমে সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক শুধু তাপ শোষণই করে না, সেই সঙ্গে চোখকে দেয় প্রশান্তি।

পোশাকের রং হিসেবে গরমে বাছুন হালকা রং ৷ সাদা এ ব্যাপারে একদম পারফেক্ট ৷ চলতে পারে হালকা গোলাপি, হলুদ, কিংবা সবুজ রং৷ দিনের বেলা উজ্জ্বল রং না বাছাই ভাল৷ গরমে গাঢ় রং এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। পালাজো, লং কুর্তি, কিংবা ঢিলেঢালা কাটের পোশাক পরুন। শাড়ির ক্ষেত্রে সুতি কিংবা ঢাকাই শাড়ি পরতে পারেন।

পোশাক সৌজন্যে: অভিষেক দত্ত

অনুলিখন: অমৃত হালদার

Poila Baisakh Fashion Fashion Designer Wear Abhishek Dutta Cotton Dress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy