নয়ডার এক কিশোরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎই এল এত টাকা, যা লিখতে গেলে দশের পিঠে ৩৮টা শূন্য বসাতে হয়। ভারত কোন ছাড়, গোটা দুনিয়ার মোট সম্পদ যোগ করলেও এর কণামাত্র হয় না। হয়তো দেশের একশো বিয়াল্লিশ কোটির জন্য যে অচ্ছে দিন আসার কথা ছিল, তার পুরোটাই ঢুকে পড়ল ওই কিশোরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমনিতেও তো কয়েক জনের ঘরেই অচ্ছে দিন এসেছে গত দশ বছরে। নাহয় অজ্ঞাত ওই কিশোরও নাম লেখাল সেই মুষ্টিমেয় সৌভাগ্যবানদের দলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)