এ বার স্বয়ং আগাথা ক্রিস্টি নেবেন লেখা শেখার ক্লাস। বিবিসি আনতে চলেছে ভিডিয়ো কোর্স, সেখানেই এআই-অবতারে হাজির হবেন অপরাধ আর রহস্যকাহিনির মহালেখিকা, প্রযুক্তির আজব কুদরতিতে পড়ুয়ারা শুনতে পাবেন তাঁর কণ্ঠ, পর্দায় দেখবেন তাঁকে। এ ভাবেই তবে রবীন্দ্রনাথকেও ফিরিয়ে এনে বলা যাবে, রক্তকরবী-টা একটু পড়িয়ে দিন না গুরুদেব? কে সি নাগের কাছ থেকেই শিখে নেওয়া যাবে রামকঠিন অঙ্ক। খোদ ডন ব্র্যাডম্যান এসে কভার ড্রাইভ শেখাবেন, ভাবা যায়!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)