খলিস্তানি জঙ্গি নিয়ে কী ভাবছেন, এই প্রশ্ন শুনে প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিলেন, প্রশ্নকর্তার উচ্চারণই তিনি বুঝতে পারছেন না, উত্তর কী দেবেন! সেই ছোটবেলার কৌশল: দুষ্টুমি করে ধরা পড়ে গেলেই আর কিছু বুঝতে না-পারা। ট্রাম্প আসলে নিজের ভিতরের শিশুটিকে বাঁচিয়ে রেখেছেন— শিশুদের মতোই রেগে হাত-পা ছোড়েন, মন্দ কথা বলেন। মুশকিল হল, হোয়াইট হাউসের অধীশ্বর বিরাট শিশুটি আক্ষরিক অর্থেই ‘এ বিশ্ব লয়ে’ খেলছেন— প্রলয়ের পুতুল খেলা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)