আশি বছরেরও বেশি সময় জিনিসগুলো পড়ে ছিল দেশের সুপ্রিম কোর্টের বেসমেন্টে। আর্জেন্টিনার সুপ্রিম কোর্টের মিউজ়িয়ম হবে, তাই পুরনো যা কিছু কোথায় কী আছে খোঁজ করতে গিয়ে পাওয়া গেল বাক্স-বাক্স নাৎসি প্রচারপত্র, স্বস্তিকাচিহ্ন সাঁটা নোটবুক— দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বাইরে যে নাৎসি নেতা-কর্মীরা ছিলেন তাঁদের নাম-ঠিকানায় ভর্তি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসেই শুধু নয়, এই ‘আবিষ্কার’-এ সাড়া পড়েছে বিশ্ব জুড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি শাসনযন্ত্র এবং হলোকস্ট-এর ইতিহাসেরও আরও বিপুল তথ্য উদ্ঘাটনের অপেক্ষায় প্রহর গোনা শুরু। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্জেন্টিনা তো ছিল নিরপেক্ষ, তা হলে? জানা গেছে, এই সব জিনিস সে দেশে আসে জাপান-ফেরত, টোকিয়োর জার্মান দূতাবাস জাহাজে পাঠিয়েছিল আর্জেন্টিনার জার্মান ‘ডিপ্লোম্যাটিক মিশন’-এর কর্তাদের কাছে। কাস্টমস-এ যাতে না আটকায়, তাঁরা তাই ওগুলো ‘ব্যক্তিগত’ বলে হাতানোর চেষ্টা করেছিলেন, পারেননি। আর্জেন্টিনীয় কর্তৃপক্ষ খুলে দেখে পত্রপাঠ সুপ্রিম কোর্টকে জানান, এর পরেই বাজেয়াপ্ত হয় সব। এত কাল পর তারা ফের আলোর মুখ দেখল।
ইতিহাস: আর্জেন্টিনায় উদ্ধার হয়েছে নাৎসি আমলের গুরুত্বপূর্ণ নথি, প্রচারপত্র।
দাবা নয়
দেশে অবসরযাপনের বেশি কিছু রসদ না থাকায়, আফগানিস্তানে এত কাল দাবা খেলতেন অনেকেই। এ বার তাতেও রাশ টানল প্রশাসন। তালিবান সরকারের আশঙ্কা, খেলাটি জুয়ার উৎস হতে পারে। ২০২১ সালে আমেরিকার সেনা প্রত্যাহারের পরে দেশটি দখলের সময় থেকেই সাধারণ মানুষের বিবিধ স্বাধীনতা খর্ব করে আসছে তালিবান সরকার। গত বছর যেমন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) বাদ পড়েছিল পেশাদার প্রতিযোগিতা থেকে— বলা হয়েছিল, খেলাটি হিংসাত্মক। সেই তালিকায় এ বার নতুন সংযোজন দাবা। বলা তো যায় না, সরকারের হয়তো আশঙ্কা যে, দাবার চালে পোক্ত হয়ে উঠে জনগণ দেশের তালিবান সরকারকেই কিস্তিমাত করে দেবে!
পাহাড় চুরি
সম্বৎসরই থিকথিকে কুয়াশা। ফলে নেপালের কাঠমান্ডু থেকে আর হিমালয় দেখা যাচ্ছে না। দুর্বিপাকে পর্যটনশিল্প। উত্তরাখণ্ডের মধ্য হিমালয়ের আকাশও তথৈবচ। পাকিস্তানের পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় শৃঙ্গগুলো তবু দেখা যায়। কারণ সেখানে পাহাড়ের কোলে শহর কম। কিন্তু গিলগিট, পেশোয়ারের আকাশেও আর পাহাড় দেখা যায় না। দক্ষিণ এশিয়ার শহরগুলি দূষণে এগিয়ে। এখানে গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের ধুলো, রাস্তার ভাঙা সুরকি সবই বাতাসে বিষ ভরে। নেপাল, পাকিস্তান, উত্তর ভারতে শস্য পোড়ানোর রেওয়াজ, শুষ্ক ঋতুতে দাবানল বায়ু চলাচলে বাধা দেয়। দূষণকণাগুলি সারা বছরই ঠান্ডা ভারী বাতাসে বন্দি থেকে যায়। শীত, বসন্তেও আকাশ সাফ হয় না।
চাকরি বটে!
মাসিক বেতন ২৮ লক্ষ টাকার বেশি! বহুজাতিক সংস্থার সিইও, আমেরিকার প্রেসিডেন্ট বা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের নয়, এই মাসিক বেতনটি পোপের। নবনির্বাচিত পোপ চতুর্দশ লিয়ো তা গ্রহণ করবেন কি না, জানা নেই। কারণ, ঐতিহ্যগত ভাবে পোপেরা কোনও কালেই বেতন নেন না। তবে তাঁর থাকা-খাওয়া, যাতায়াত-সহ দৈনন্দিন জীবনের সব চাহিদাই পূরণ করে ভ্যাটিকান। এমনকি নিরাপত্তা, স্বাস্থ্য বা ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হয় না। পোপের দায়িত্বকালে তাঁর দেখাশোনার জন্য ভ্যাটিকানের নিজস্ব স্বাস্থ্য পরিষেবাও রয়েছে। পোপের সিদ্ধান্ত যা-ই হোক না কেন, তিনি চিরাচরিত সব সুবিধাই পাবেন— ‘পোপমোবাইল’ থেকে শুরু করে থিতু অবসরজীবনের সুবিধাও।
শীর্ষে: পোপ চতুর্দশ লিয়ো।
নতুন মানচিত্র
পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন নেতা ও লেখক মির ইয়ার বালোচ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বালুচিস্তান প্রজাতন্ত্রের প্রস্তাবিত পতাকা, স্বাধীন বালুচিস্তানের মানচিত্র। পাকিস্তানের এই বৃহত্তম প্রদেশটি ইসলামাবাদের সামরিক শাসনে তিতিবিরক্ত। স্থানীয় জনজাতিগুলি পাক সংস্কৃতিতে সম্পৃক্ত হতে পারেনি। তাঁদের অভিযোগ, এলাকায় প্রাকৃতিক সম্পদ তছনছ করছে পাকিস্তানিরা; সন্ত্রাসবাদী ও চিনাদের বিচরণ অবাধ করেছে। প্রসঙ্গত, এই দুর্গম গিরি এলাকাতেই মরুতীর্থ হিংলাজ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)