Advertisement
E-Paper

চঞ্চল, দ্রুতসঞ্চারী ডানায় ভর করে উড়ান শুরু আনন্দ উৎসবের

ইউটিউবে ‘মহালয়া’ লিখে সার্চ দিতেই বাফারিং শুরু। যেন অপেক্ষার কাউন্টডাউন। গোল হয়ে ঘুরছে বাফার। প্রতি মুহূর্তে মনে হচ্ছে, এই বুঝি খুলবে কাঙ্খিত ওয়েবপেজ, গমগম করে উঠবে আশৈশব চেনা সেই মন্দ্রস্বর।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৩
প্রস্তুতির শেষ প্রহরে...

প্রস্তুতির শেষ প্রহরে...

ইউটিউবে ‘মহালয়া’ লিখে সার্চ দিতেই বাফারিং শুরু। যেন অপেক্ষার কাউন্টডাউন। গোল হয়ে ঘুরছে বাফার। প্রতি মুহূর্তে মনে হচ্ছে, এই বুঝি খুলবে কাঙ্খিত ওয়েবপেজ, গমগম করে উঠবে আশৈশব চেনা সেই মন্দ্রস্বর।

ইউটিউবে এই সার্চ যখন দিয়েছি, তখন মহালয়ার দিনটা আসতে আর বেশি দেরি কিন্তু নেই। তবু তর সয় না। বর্ষার মেঘ আকাশের বারান্দা থেকে পাততাড়ি গোটাতেই ঝকঝকে রোদ্দুরটা সামনে এসে দাঁড়ায়। আর তক্ষুনি মনের ভিতর ডানা মেলে দেয় অজস্র প্রজাপতি। চঞ্চল, দ্রুতসঞ্চারী সেই ডানাগুলোয় ভর করে বাঙালি মন তৎক্ষণাৎ পৌঁছতে চায় দেবীপক্ষে।

আনন্দের উৎসব। তাই তো অপেক্ষার প্রহর আর তর না সওয়ার মধ্যে এই দড়ি টানাটানি। এই প্রাণঢালা উৎসবে সর্বাঙ্গীন রং লাগাতে আমাদের বিশেষ প্যাকেজ ‘আনন্দ উৎসব’। প্রতিমায়, প্যান্ডেলে, আড্ডায়, হুল্লোড়ে, খুনসুটিতে, ফ্যাশনে, খাওয়াদাওয়ায়, ভ্রমণে, গ্যাজেটসে কী ভাবে সাজবে আপনার পুজো? সব সুলুকসন্ধান নিয়ে হাজির আমরা। শুধু একটা মাউসক্লিকের অপেক্ষা।

অতএব, আর দেরিতে কাজ নেই। লগ ইন করুন উৎসবে। আনন্দ উৎসবে।

পড়তে ক্লিক করুন
anandautsav.com

Anjan Bandyopadhyay Puja 2016 Ananda Utsav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy