Advertisement
E-Paper

রাজ্যসভায় ক্রস ভোটিং, মনোজ মিত্রের দল ঘরছাড়া, ডেইজির ‘বিস্ফোরণ’

আর কী কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজ? দিনভরের ব্যস্ততায় মিস করে গিয়েছেন? দেখে নিন এক ঝলকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ১৮:৩০

কেমব্রিজ আন্যালিটিকার কীর্তি কাহিনি যতই প্রকাশ্যে আসছে, ততই আরও বেশি তাজ্জব হওয়ার মতো অবস্থা। ব্রিটিশ সংস্থাটি কী ভাবে ভারতীয় রাজনীতির গতিমুখ ঘুরিয়ে দিতে চেয়েছিল, কেন চেয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন অ্যানালিটিকার পেরেন্ট কোম্পানি স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ভারতীয় শাখার প্রাক্তন অধিকর্তা অবনীশ রাইয়। অবনীশের দাবি নিয়ে তোলপাড় ভারতীয় রাজনীতি।

রাজ্যসভা নির্বাচন ঘিরে সরগরম উত্তরপ্রদেশ। মোট ৫৯টি আসনের জন্য নির্বাচন ঘোষিত হয়েছিল। তার মধ্যে ৩৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষিত হয়েছেন ইতিমধ্যেই। ২৬টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে।

অন্যদিকে বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদের ফলে ভাঙা হল সুন্দরমের সেট। বর্যীয়ান অভিনেতা, নাট্যকার মনোজ মিত্রর নাট্যগোষ্ঠী এই সুন্দরম। যার ফলে সামনে চলে এল তাঁর নামও। জানা গিয়েছে সেই বাড়ির মালিকের সঙ্গে এই নাট্যগোষ্ঠীর দীর্ঘদিন ধরে চলা বিবাদ এবং তা নিয়ে চলা মামলার কথাও ।

এই সবের মধ্যেই আবার সামনে চলে এসেছে অভিনেত্রী ডেইজি ইরানির নাম। ছ’বছর বয়সে তিনি ধর্ষিতা হন। ঘটনাটি ঘটে ‘হম পঞ্ছী এক ডাল কে’- ছবির শুটিংয়ের সময়। এতদিন পরে সেই ঘটনার কথা ডেইজির ফ্ল্যাশব্ল্যাকের মতো মনে পড়ে বলে জানিয়েছেন তিনি।

আর কী কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজ? দিনভরের ব্যস্ততায় মিস করে গিয়েছেন? দেখে নিন এক ঝলকে:

আজ সারা দিনে কোথায় কী কী ঘটল?

• উত্তরপ্রদেশ-কর্নাটকে ক্রস ভোটিং, উত্তপ্ত রাজ্যসভা নির্বাচন
মোট ৫৯টি আসনের জন্য নির্বাচন ঘোষিত হয়েছিল। তার মধ্যে ৩৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষিত হয়েছেন ইতিমধ্যেই। ২৬টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• কংগ্রেসকে হারানোর জন্য টাকা নিয়েছিল অ্যানালিটিকা!
ভারতের নির্বাচনে ইতিমধ্যেই কলকাঠি নেড়ে ফেলেছে এই সংস্থাটি, এমনই দাবি অ্যানালিটিকার পেরেন্ট কোম্পানি স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ভারতীয় শাখার প্রাক্তন অধিকর্তা অবনীশ রাইয়ের। প্রশ্ন উঠছে তা হলে কি কংগ্রেসকে হারানোর জন্য টাকা নিয়েছিল অ্যানালিটিকা! সবিস্তার পড়তে ক্লিক করুন

• বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদ, রাস্তায় ফেলা হল ‘সুন্দরম’-এর সেট, নথি
সুন্দরম নাট্যগোষ্ঠীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন এই বাড়ির একতলার ওই ঘর থেকে তাঁদের নাটকের সরঞ্জাম, গুরুত্বপূর্ণ বেশ কিছু সেট ভেঙেচুরে রাস্তায় ফেলে দেয়। এই ঘটনায় শিল্পী খালেদ চৌধুরির তৈরি বেশ কয়েকটি সেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ‘ছ বছর বয়সে আমাকে গার্জেন রেপ করেছিল’
ছবির শুটিংয়ে মাদ্রাজে তাঁর এক অভিভাবক তাঁকে ধর্ষণ করেন। হোটেলের ঘরে বন্ধ করে তাঁকে বেল্ট দিয়ে মারেন। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলারও ভয় দেখান। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ফ্রান্সে ফের জঙ্গি হামলা, বন্দুকবাজের হাতে বহু পণবন্দি
কার্কাসোঁয়ে শহরে বন্দুকবাজের গুলিতে গুরুতর জখম হয়েছেন এক পুলিশকর্মীও। প্যারিস পুলিশ সূত্রে খবর এ দিন সকাল সওয়া ১১টা নাগাদ ‘সুপার ইউ’ নামে একটি সুপারমার্কেটে ঢুকে গুলি ছুড়তে ছুড়তে কয়েক জনকে অপহরণ করে নিয়ে যায় ওই বন্দুকবাজ। সবিস্তার পড়তে ক্লিক করুন

• অডিশনে ফোন সেক্স করেছিলাম, বিস্ফোরক রাধিকা
নেহা ধুপিয়ার টক শো-তে উপস্থিত হয়ে ফের বোমা ফাটালেন রাধিকা। নেহা জানতে চেয়েছিলেন, রাধিকার সবচেয়ে ভয়ঙ্কর অডিশনের অভিজ্ঞতার কথা। তার উত্তরে রাধিকা জানিয়েছেন, একটি ছবির অডিশনে তাঁকে ফোন সেক্স করতে বলা হয়েছিল! সবিস্তার পড়তে ক্লিক করুন

• মায়ার নৈশভোজ খেয়ে বিজেপি-কে ভোট দিলেন বিএসপি বিধায়ক
বৃহস্পতিবার রাতে মায়াবতীর বাড়িতে বসে ডিনার করেছেন। আর শুক্রবার নিজের দলের বদলে বিজেপিকে ভোট দিলেন বহুজন সামাজ পার্টি (বিএসপি)-র বিধায়ক অনিল সিংহ। সবিস্তার পড়তে ক্লিক করুন

• লোকপালের দাবিতে ফের আমরণ অনশনে অণ্ণা
​দুর্নীতি দমনে লোকপাল গঠনের দাবিতে ২০১১ সালে দিল্লির রামলীলা ময়দানেই আমরণ অনশনে বসেছিলেন অণ্ণা হজারে। ৭ বছর পর ফের আমরণ অনশন শুরু করলেন প্রবীণ গাঁধীবাদী নেতা অন্না। দিল্লির রামলীলা ময়দানে। কেন্দ্রে লোকপাল ও রাজ্যে রাজ্যে লোকায়ুক্ত গঠনের দাবিতে। সবিস্তার পড়তে ক্লিক করুন

Evening News Wrap Rajya Sabha Polls Manoj Mitra রাজ্যসভা মনোজ মিত্র Daisy Irani ডেইজি ইরানি Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy