Advertisement
E-Paper

জুকেরবার্গের ভুল স্বীকার, ভারতের ব্রহ্মস, ‘ফাঁসাচ্ছে’, বললেন সৌম্য

আর কী কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজ? দিনভরের ব্যস্ততায় মিস করে গিয়েছেন? দেখে নিন এক ঝলকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ১৮:৩০
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তোলপাড় ফেলে দেওয়া তথ্য ফাঁস কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ।মার্কিন যুক্তরাষ্টের ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার তো করলেনই, পাশাপাশি ভারতের নির্বাচনকে প্রভাবিত করার কোনও অভিপ্রায় ফেসবুকের নেই বলেও জানিয়ে দিলেন মার্ক জুকেরবার্গ। কিন্তু এর পরেও আশঙ্কা কি দূর হল?

অন্যদিকে ফেসবুক থেকে তথ্য ফাঁসের প্রেক্ষিতে ফের প্রশ্নের মুখে পড়ল আধার সংক্রান্ত তথ্যের নিরাপত্তা। সরকার বার বারই জানাচ্ছে, আধার সম্পূর্ণ নিরাপদ। কিন্তু ফেসবুক থেকে যে ভাবে বেরিয়ে গিয়েছে ৫ কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য, তাতে আধারের বিষয়ে সরকারি আশ্বাসে ভরসা রাখতে পারছেন না অনেকেই।

এ দিকে আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষের বিরুদ্ধে। উঠেছে গর্ভপাতের অভিযোগও। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সৌম্যজিত্ জানিয়েছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। একই দাবি করা হয়েছে তাঁর পরিবারের তরফেও।

আর কী কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজ? দিনভরের ব্যস্ততায় মিস করে গিয়েছেন? দেখে নিন এক ঝলকে:

আজ সারা দিনে কোথায় কী কী ঘটল?

• তথ্য ফাঁস: ভুল স্বীকার করলেন জুকেরবার্গ
তোলপাড় ফেলে দেওয়া তথ্য ফাঁস কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ। বৃহস্পতিবার ফেসবুকে একটি লেখা পোস্ট করে তিনি বড়সড় এই ভুলের কথা স্বীকার করে নিয়েছেন। সবিস্তার পড়তে ক্লিক করুন

ভারতেও ভোট আসছে, কী বললেন জুকেরবার্গ
এমনিতেই দুর্নীতি কিংবা টাকার বিনিময়ে ভোটের অভিযোগ নিয়ে দেশের রাজনীতি উত্তাল হয় মাঝে মধ্যেই। তার উপর যদি সোশ্যাল মিডিয়ার তথ্য ভাণ্ডারে থাকা ভোটারদের তথ্য রাজনৈতিক দলগুলোর হাতে চলে যায়, তবে আরও বিপদ। সবিস্তার পড়তে ক্লিক করুন

ফেসবুক কাণ্ড: ঠিক কী হয়েছিল
ভুল স্বীকার করে ফেসবুকে একটি দীর্ঘ প্রবন্ধই লিখে ফেলেছেন সংস্থার কর্ণধার। কিন্তু যে সংস্থার বিরুদ্ধে ফেসবুকের তথ্য হাতানোর এবং অপব্যবহারের অভিযোগ, সেই কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে ঠিক কী চুক্তি হয়েছিল ফেসবুকের? কী ভাবেই বা সামনে এল এই তথ্য ফাঁসের ঘটনা? সবিস্তার পড়তে ক্লিক করুন

‘৫ ফুট পুরু, ১৩ ফুট উঁচু দেওয়ালের আড়ালে আধারের তথ্য’
ফেসবুক থেকে তথ্য ফাঁসের প্রেক্ষিতে ফের প্রশ্নের মুখে পড়ল আধার সংক্রান্ত তথ্যের নিরাপত্তা। সরকার বার বারই জানাচ্ছে, আধার সম্পূর্ণ নিরাপদ। কিন্তু ফেসবুক থেকে যে ভাবে বেরিয়ে গিয়েছে ৫ কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য, তাতে আধারের বিষয়ে সরকারি আশ্বাসে ভরসা রাখতে পারছেন না অনেকেই। সবিস্তার পড়তে ক্লিক করুন

পোখরান টেস্ট রেঞ্জে ফের নির্ভুল আঘাত ব্রহ্মসের
যুদ্ধবিমান থেকে আবার সফল ভাবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত। বৃহস্পতিবার সকালে পোখরান টেস্ট রেঞ্জে এই পরীক্ষামূলক অভিযান হয়েছে। সুখোই-৩০ এমকেআই ফাইটার জেট থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি নির্ভুল লক্ষ্যে আঘাত হেনেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

সৌম্যজিতের দাবি ‘ফাঁসানো হচ্ছে’, গোপন জবানবন্দি তরুণীর
তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। উঠেছে গর্ভপাতের অভিযোগও। এ প্রসঙ্গে টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ বৃহস্পতিবার জানিয়েছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। একই দাবি করা হয়েছে তাঁর পরিবারের তরফেও। সবিস্তার পড়তে ক্লিক করুন

‘হয়তো রাজনীতির শিকার হয়েছি কোথাও...’
২৩ মার্চ মুক্তি পেতে চলেছে ‘রংবেরঙের কড়ি’। ৩০ মার্চ ‘ধারাস্নান’। পয়লা বৈশাখে আসছে ‘দৃষ্টিকোণ’। সবেতেই কমন ফ্যাক্টর ঋতুপর্ণা সেনগুপ্ত। মিটিং, প্রোমোশনের ব্যস্ততার মধ্যেই আড্ডা বসল তাঁর অফিসে। ধরা দিলেন টলিউডের এক ব্যতিক্রমী যোদ্ধা। সবিস্তার পড়তে ক্লিক করুন

Mark Zuckerberg Facebook Indian Election Facebook Data leak ফেসবুক মার্ক জুকেরবার্গ Soumyajit Ghosh Table Tennis সৌম্যজিৎ ঘোষ Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy