এক কালে চিনে পার্টির নয়নের মণি ছিলেন আলিবাবা-র মালিক জ্যাক মা। ২০২০ সালে দেশের অর্থনীতি নিয়ে সামান্য বেসুর গেয়েছিলেন; তার পর থেকে পাঁচ বছর জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। দিন দুয়েক আগে দেখা গেল, খোদ প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে। বেফাঁস মন্তব্যের শাস্তি ফুরোল তবে? এ বার যদি জ্যাক মা-র সব কথাতেই রাষ্ট্রীয় সুর বাজতে থাকে, তা হলে কে বলতে পারে, চিনে তৈরি এই মডেলটিরও বিশ্বায়ন হবে কি না।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)