জঙ্গলের মধ্য দিয়ে রেললাইন। তার ঠিক পাশেই প্রসববেদনা-কাতর বন্য হাতিটি ছটফট করছে, দেখা গেল। বনকর্মীরা তাই রেললাইন ধরে এগিয়ে আসা মালগাড়ি দাঁড় করিয়ে দিলেন, চালক অপেক্ষা করলেন পাক্কা দু’ঘণ্টা। হস্তিশাবক জন্ম নিল, মা-হাতি বাচ্চাকে নিয়ে নিরাপদে ঢুকে গেল জঙ্গলে, ট্রেনও ভোঁ দিল। ঝাড়খণ্ডের ঘটনা— পুরোটাই সম্ভব হয়েছে বনকর্মী ও রেলকর্মীদের সময়নিষ্ঠ, সুষ্ঠু যোগাযোগে। কেজো নয়, প্রকৃত দরদি মন থেকেই আসে পূর্ণ দায়বদ্ধতা, তারও সাক্ষাৎ উদাহরণ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)