Advertisement
E-Paper

বিপাকে ফেসবুক, দেদার জলের অপচয় এবং আরও খবর

কী রয়েছে আজ সকালের শিরোনামে। দেখে নিন

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০৭:০০

ঘোর বিপাকে বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ব্যবহারকারীদের (ইউজার) ব্যক্তিগত তথ্য বেহাত করার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে। ফেসবুক থেকে তথ্য ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের রাজনীতিও। কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, এই তথ্য নিয়ে কংগ্রেস নির্বাচন প্রভাবিত করেছে। অন্য দিকে কংগ্রেসের পাল্টা দাবি, চোরাই তথ্য কাজে লাগিয়েছে বিজেপি ও তার শরিক দল।

এ দিকে গরম পড়তে না পড়তেই জলকষ্টে নাজেহাল মানুষ। প্রতিটি জেলাতেই দল নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু তাতেও হুঁশ নেই কারও। অপচয় রুখতে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। কলকাতা পুরসভার ছ’নম্বর ওয়ার্ডে, বিটি রোডের উপরে একটি রাস্তার কল থেকে দিনে প্রায় ২২ হাজার লিটার জল বেরিয়ে যাচ্ছে! পাঁচ নম্বর ওয়ার্ডের পঞ্চানন মুখার্জি রোডের একটি কলের ক্ষেত্রেও একই চিত্র ধরা পড়েছে। সেখানে দিনে বেরিয়ে যাচ্ছে ১২ হাজার লিটার জল। এটা আসলে ‘বিন্দুতে সিন্ধুদর্শন’।

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে অভিযুক্ত হেড স্যর
মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন বেলা সাড়ে দশটা নাগাদ ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলে পৌঁছন ময়নাগুড়িতে পরীক্ষার অফিসার ইন চার্জ বিশ্বনাথ ভৌমিক। স্কুলে ঢুকে তো তিনি তাজ্জব! অভিযোগ, বিশ্বনাথ দেখেন, স্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায় প্রশ্নপত্র খুলে ফেলেছেন। সবিস্তার পড়তে ক্লিক করুন

• আধার বিতর্কে ধর্মের বিষয় জুড়তে নারাজ সুপ্রিম কোর্ট
প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চের পাল্টা প্রশ্ন, ‘‘আয়কর দেওয়ার মতো ধর্মনিরপেক্ষ ব্যাপারে দেশের আইন কেউ অস্বীকার করতে পারে কি? তখন কি তিনি বলতে পারেন, আমার বিবেক সাড়া দিচ্ছে না বলে আয়কর দেব না!’’ সবিস্তার পড়তে ক্লিক করুন

• ফের আত্মঘাতী বিস্ফোরণ, ২৯ নিহত কাবুলে
পারসি নতুন বছরের শুরু। নভরোজ উপলক্ষে ছুটি। তার মধ্যেই কেঁপে উঠল কাবুল। আত্মঘাতী বোমারুর হানায় আজ প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। জখম ১৮ জন। সবিস্তার পড়তে ক্লিক করুন

• চেনা মুখের খোঁজে দরজায় ধাক্কা দিচ্ছে দু’টিতে
এ ঘর থেকে ও ঘরে ঘুরে বেড়াত দু’জনে মিলে। গোটা দোতলা বাড়িটায় ছিল ওদের অবাধ ঘোরাফেরা। কিন্তু এখন আর সেই উপায় নেই। বাড়ি যে বন্ধ। তাই ওদের ঠাঁই হয়েছে গ্রিলে ঘেরা বারান্দার পাশেই রাখা নীল রঙের একটি ভাঙা দরজার আড়ালে। সবিস্তার পড়তে ক্লিক করুন

Morning News Wrap Facebook Aadhaar Water
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy