Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শামি-হাসিন সাক্ষাৎ, রাহুলে না মমতার ও আরও খবর

শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের তিক্ততা কমার লক্ষণ নেই, তৃতীয় ইউপিএ-তে যোগ দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়, এ ছাড়া আর কী রয়েছে আজকের শিরোনামে? দেখে নিন

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০৭:০০
Share: Save:

ভারতীয় পেসার মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের দেখা হলেও দূরত্ব সেই একই রকম থেকে গেল। নয়াদিল্লিতে মঙ্গলবার একটি হোটেলে গিয়ে ক্রিকেটার-স্বামীর সঙ্গে দেখা করেন হাসিন। কিন্তু দু’জনের মধ্যে তিক্ততা কমার লক্ষণ তার পরেও দেখা যায়নি। আজ, বুধবার অনুশীলনে নামবে শামির আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিল্‌স। কিন্তু শামি এখনও মাঠে নামার মতো অবস্থায় নেই।

রাহুল গাঁধীর নেতৃত্বে তৃতীয় ইউপিএ-তে যোগ দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী চান, তাঁর প্রস্তাবিত ফ্রন্টকে সমর্থন করুক কংগ্রেস। সে কারণে, রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসের তীব্র সমালোচনা করে আজ সারাদিন রাজধানীতে ফেডারাল ফ্রন্ট গঠনে সক্রিয় রইলেন তিনি।

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• কর্নাটকে মুখ ফস্কে আত্মঘাতী গোল অমিতের

একেবারে আত্মঘাতী গোল! তা-ও আবার এমন দিনে, যে দিন সবে মাত্র কর্নাটকের ভোট ঘোষণা হয়েছে। বেঙ্গালুরুতে আজ ছিল বিজেপি সভাপতির সাংবাদিক বৈঠক। সবিস্তার পড়তে ক্লিক করুন

• বিজেপির এত ‘বন্ধু’ আর কে, বলছে বিরোধীরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন কংগ্রেসকে বাদ দিয়ে অ-বিজেপি ফ্রন্ট গড়ার সলতে পাকাতে। যা আসলে বিজেপি-বিরোধী সব শক্তিকে এক জায়গায় আনার প্রয়াসে ফাটল ধরানোর চেষ্টা বলেই মনে করছেন সিপিএম ও কংগ্রেস নেতারা। সবিস্তার পড়তে ক্লিক করুন

• পাকিস্তানের টিভি চ্যানেলে প্রথম রূপান্তরকামী সঞ্চালক

স্থানীয় এক খবরের চ্যানেলের উপস্থাপিকা হয়ে শিরোনামে এসেছেন তিনি। পাকিস্তানের মতো দেশে এমন ঘটনা এই প্রথম। এখন স্নাতকোত্তরের পড়াশোনা করছেন। সাংবাদিকতার পাঠ নিয়েছেন পাশাপাশি। মডেলিংও করছেন সমান তালে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• দেশে ফেরানো হচ্ছে কলঙ্কিতদের

বল বিকৃতি কাণ্ডের ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন দলের তিন ক্রিকেটার। স্মিথ, ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্ট। এই তিন ক্রিকেটারকেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• ‘জাতীয় পরিচিতিটা আকর্ষণ করে’

এক্সপেরিমেন্ট না করাটাই বরং সবচেয়ে ঝুঁকির! পাঁচটা ব্যোমকেশ করে ফেলেছি ইতিমধ্যে। কিন্তু এই ব্যোমকেশকে অন্য ভাবে দেখা হয়েছে। যেটা দর্শকের ব্যোমকেশকে দেখার অভ্যেসের বাইরে। বলছেন আবির চট্টোপাধ্যায়। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Morning News Wrap Mohammed Shami Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE