যুদ্ধ লাগলে সীমান্তের মানুষ সরে যায় দূরে, সঙ্গে নেয় ছাগল ভেড়া হাঁস মুরগি মেনি ভুলো, খাঁচার ময়নাও। যাদের নেয় না, তারা পড়ে থাকে বিপদের মুখে। ভারত-পাক সীমান্তে প্রবল গুলিগোলার মাঝে সম্প্রতি নয়টি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ছানাকে সরিয়ে নিতে হল জয়সলমের থেকে দু’শো কিমি দূরে, অজমেরে। বয়স পাঁচ থেকে আটাশ দিন— অতি বিপন্ন প্রজাতির পাখি এরা, সংরক্ষণ-মূল্য অপরিসীম। এরা জানে না, কেন যেতে হয় অচেনা ঠিকানায়। যুদ্ধের দুনিয়া তো মানুষের তৈরি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)