‘খুড়োর কল’ এক অদ্ভুত যন্ত্র। লক্ষ্য হাসিল হোক বা না হোক, লক্ষ্যের দিকে নিরন্তর ছুটে যেতে সে যন্ত্র মানুষকে প্রলুব্ধ করতে পারে। সবাই প্রলুব্ধ হন, এমন অবশ্য নয়। যতই সামনে ছুটছি, লক্ষ্যও ততই পিছিয়ে যাচ্ছে— এই উপলব্ধি এলে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়নো অনেকেই থামিয়ে দেন। কারণ আব্রাহাম লিঙ্কনের প্রাসঙ্গিকতা চিরন্তন। কিছু মানুষকে চিরকাল এবং সব মানুষকে কিছু কাল বিভ্রান্তির মধ্যে রাখা সম্ভব, কিন্তু সবাই মিলে চিরকাল ভ্রান্তিবিলাসে মজে থাকবেন, এমনটা ভাবার কোনও কারণ নেই— লিঙ্কন এ সত্যই শুনিয়েছিলেন। তার পর যুগে যুগে, দেশে দেশে, পৃথিবীর প্রান্তে প্রান্তে বার বার প্রতিধ্বনিত হয়েছে এ সত্য। এখন যেমন এ দেশে প্রতিধ্বনিত হচ্ছে বলে প্রতীত হয়।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি ছিল, বাণিজ্যে অপার সমৃদ্ধির আশ্বাস ছিল, কোটি কোটি বেকারের কর্মসংস্থানের অঙ্গীকার ছিল। সব মিলিয়ে ‘অচ্ছে দিন’-এর স্বপ্ন ছিল। স্বপ্নে ভর করে হাতে এসেছে মসনদ। সাড়ে তিন বছরেরও বেশি সময় কেটে গিয়েছে মসনদে। কিন্তু এখন মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখ না খোলাকেই শ্রেয় বলে মনে করেন শাসক। নোটবন্দি এবং জিএসটি পরবর্তী পরিস্থিতিতে শাসক বড়াই করে এ কথাও বলতে পারছেন না যে, বণিক মহল খুব সমৃদ্ধিতে রয়েছে। আর কর্মসংস্থানহীনতা যে ঘোচানো যায়নি সে কথা খোদ শাসকদলের সভাপতি স্বীকার করে নিয়েছেন সংসদে দাঁড়িয়ে। সব মিলিয়ে তা হলে কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এখন ‘অচ্ছে দিন’-এর স্বপ্নটা? হিসেব কষতে প্রস্তুত দেশ। কিন্তু শাসক এখনই সে হিসেবে যেতে উত্সাহী বলে মনে হচ্ছে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত খুড়োর কলেই আস্থা রাখছেন। পাঁচ বছরের জন্য ক্ষমতা হাতে পেলেই দেখিয়ে দেবেন, দেশটা কী ভাবে চালাতে হয়— ভাবভঙ্গি এমনই ছিল ২০১৪-র সাধারণ নির্বাচনের আগে পর্যন্ত। কিন্তু সে নির্বাচনের পর থেকে ক্রমশ বদলাতে থেকেছে ভঙ্গি, ধাপে ধাপে বদলে গিয়েছে বয়ানও। প্রথমে ছিল ‘অচ্ছে দিন’। তার পর শোনা যাচ্ছিল ‘দুর্নীতিমুক্ত ভারত’ এবং ‘ডিজিটাল ইন্ডিয়া’। তার পর সে বয়ান বদলে হল ‘নতুন ভারত’। বয়ান যতই বদলাক, যে পরিভাষাই ব্যবহৃত হোক, রূপায়ণটা ২০১৯ সালের মধ্যেই হবে— বিশ্বাস ছিল ভারতবাসীর। ধাক্কা লাগল সে বিশ্বাসেও। ২০১৯ নয়, সম্প্রতি বার বার প্রধানমন্ত্রীর মুখে ২০২২ সালের কথা শোনা যেতে শুরু করেছে। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর। সে বছরেই মুছে যাবে দুর্নীতি, শেষ হয়ে যাবে দারিদ্র, ঘুচে যাবে বেকারত্বের জ্বালা— প্রধানমন্ত্রীর মুখে আজকাল এমন কথাই শোনা যাচ্ছে।