Advertisement
২৫ এপ্রিল ২০২৪
সম্পাদকীয় ২

গণভোটের সংকট

গণভোটের ফলাফলের মধ্যে ভোটদাতা জনসাধারণের মতামত স্পষ্টই প্রকাশিত হইলেও সেই মতের মধ্যে যে গভীর অনুধাবন থাকে, ভবিষ্যৎ রাষ্ট্রীয় দিশার হদিশ থাকে, এমন বলা যায় না।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০০:০০
Share: Save:

গণতন্ত্রের কাঠামোর মধ্যে গণভোট বিষয়টি যে কত বিপজ্জনক অস্ত্র হইয়া উঠিতে পারে, স্পেন ও ক্যাটালোনিয়ার বর্তমান সংঘাত আবার প্রমাণ করিল। অনেক সময়ই গণভোট একটি ভয়ানক নৈরাজ্য আহ্বান করিয়া আনে, দেশের গণতান্ত্রিক সংবিধান যাহা সামলাইবার জন্য যথেষ্ট সমর্থ হয় না। উপরন্তু, গণভোটের ফলাফলের মধ্যে ভোটদাতা জনসাধারণের মতামত স্পষ্টই প্রকাশিত হইলেও সেই মতের মধ্যে যে গভীর অনুধাবন থাকে, ভবিষ্যৎ রাষ্ট্রীয় দিশার হদিশ থাকে, এমন বলা যায় না। স্বাধীনতা-অভিলাষী প্রদেশ ক্যাটালোনিয়া বহু কাল ধরিয়াই স্পেন হইতে অব্যাহতি চায়। সেই অভিলাষ মাথায় রাখিয়াই তাহাদের স্বশাসিত প্রদেশ হিসাবে ঘোষণা করা হইয়াছিল। তাহার পর বিচ্ছিন্নতাকামী প্রদেশটি ১ অক্টোবর এক গণভোটের মাধ্যমে বুঝাইয়া দেয় যে নব্বই শতাংশ ক্যাটালোনিয়াবাসী চাহেন— স্বাধীনতা, আলাদা দেশ। স্পেন ঘোষণা করে, স্বশাসনের নামে দেশের সংবিধান অগ্রাহ্য করিয়াছেন ক্যাটালোনিয়া প্রশাসন, সুতরাং তাহার স্বায়ত্তশাসন কাড়িয়া লওয়াই বিধেয়। আপাতত, এক দিকে, স্পেন সংবিধানের ১৫৫ ধারা প্রয়োগ করিয়া বার্সেলোনাকে মাদ্রিদের সরাসরি অধীনে ফের টানিয়া আনিবার প্রস্তুতি লইতেছে, আর অন্য দিকে, ক্যাটালোনিয়ার স্বশাসন প্রত্যাহার ও সরকার ভাঙিয়া দেওয়ার লক্ষ্যে স্পেনের পদক্ষেপ আটকাইবার জন্য ক্যাটালান স্বাধীনতাকামীরা রাস্তায় নামিয়া তীব্র বিক্ষোভে শামিল হইয়াছেন।

ক্যাটালোনিয়ার স্বাধীনতার দাবি ও স্পেনের সহিত তাহার দ্বন্দ্বের ইতিহাস বহু পুরাতন। ঐতিহ্যগত ভাবে স্পেনীয় রাজারা ক্যাটালোনিয়ার অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভাবে উন্নত অঞ্চলটিকে উপনিবেশের মতো ‘ব্যবহার’ করিতেন। ফ্রাঙ্কোর জমানায় ক্যাটালোনিয়ার নিজস্ব ভাষার উপর নিষেধাজ্ঞা আরোপিত হইয়াছিল। প্রসঙ্গত, ক্যাটালোনিয়ার দুইটি ভাষা, ৭৫ শতাংশ মানুষ ক্যাটালান ভাষা ব্যবহার করেন, যাহা মূল স্পেনীয় ভাষার অপেক্ষা আলাদা। স্পেন তো বটেই, ইউরোপের অনেক অংশের তুলনায় ক্যাটালোনিয়ার একটি বহির্মুখী উদার ঐতিহ্য আছে, বহু সংখ্যক বহিরাগতকে সে নিজ ক্রোড়ে টানিয়া লইয়া একটি বিশিষ্ট সমাজ ও সংস্কৃতির জন্ম দিয়াছে। এই অঞ্চলের অধিবাসীদের পক্ষে তাই ‘ক্যাটালোনিয়া ফর দ্য ক্যাটালানস’ দাবি খুব অসংগত বলা যাইবে না। ঠিক যেমন ভারতে তেলঙ্গানা অঞ্চলের নিজস্বতার দাবি অন্ধ্রপ্রদেশে বহু অশান্তি করিয়াও দমাইতে পারে নাই।

কিন্তু প্রাদেশিক বিভাগের দাবি আর বিচ্ছিন্ন দেশের দাবি তো সমগোত্রীয় নহে। এইখানেই সমস্যার মূল সূত্র। বার্সেলোনার বিদ্রোহ যেহেতু খাস মাদ্রিদের বিরুদ্ধে, সেই অর্থে ইহা তেলঙ্গানা নয়, কাশ্মীরের সঙ্গেই তুলনীয়। এই পরিস্থিতিতে আঞ্চলিক গণভোটের ভিত্তিতে সমস্যার সমাধান কাম্য নয়, তাহা নূতনতর ও জটিলতর সমস্যা ডাকিয়া আনিতে পারে। সুতরাং আবেগের দিক দিয়া স্বায়ত্তশাসন সমর্থনীয় হইলেও যে স্বশাসন বিচ্ছিন্নতাবাদের দাবিদার, তাহার রাষ্ট্রগত মীমাংসা মিটিং মিছিল দিয়া হয় না। স্পেনের বর্তমান সংকট তাই সহজেই বোধগম্য। ব্রেক্সিট দেখাইয়া দিয়াছে, গণভোট অনেকাংশে আবেগভিত্তিক, যুক্তিভিত্তিক নয়। ক্যাটালান গণভোটও প্রমাণ করিতেছে, সব সমাধান গণভোটের রাস্তায় হয় না। অন্তত হওয়া বিধেয় নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE