উচ্চ মাধ্যমিকের মতো সেমেস্টার পদ্ধতিতে প্রথম বার পরীক্ষা হচ্ছে মাদ্রাসা বোর্ডের ফাজিলেও। বুধবার, ১২ নভেম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ করতে চলেছে।
জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে এই ফলপ্রকাশ হবে। পর্ষদের ওয়েবসাইটে তা দেখা যাবে। মার্কশিটও ডাউনলোডও করা যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে।
আরও পড়ুন:
ফাজিল ২০২৬-এর তৃতীয় সেমেস্টার পরীক্ষা শেষ হয়েছিল গত ১১ অক্টোবর। পরীক্ষা শেষের ৩৩ দিনের মাথায় এই ফলপ্রকাশ করছে পর্ষদ। মাদ্রাসায় এই পর্বের পরীক্ষার্থী ছিল প্রায় ৭ হাজার। আসন্ন বিধানসভা ভোটের কারণে চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা এগিয়ে আনা হয়েছে পর্ষদের তরফ থেকে। ২৯ জানুয়ারি ২০২৬ ওই পরীক্ষা শুরু হবে।
এ বারই প্রথম দেশের মধ্যে কোনও রাজ্যে মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হচ্ছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল পরীক্ষাও হয়েছে ওএমআর শিট।