অটিজ়ম স্পেকট্রাম ডিজ়অর্ডার নিয়ে গবেষণাধর্মী কাজ করবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, বিভিন্ন পদমর্যাদায় চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে গবেষণা প্রকল্পটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল (আইসিএমআর)-এর অর্থপুষ্ট। প্রকল্পের জন্য নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (মলিকিউলার বায়োলজিস্ট), প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (সাইকোলজিস্ট), প্রজেক্ট নার্স এবং প্রজেক্ট টেকনিশিয়ান সাপোর্ট পদে। মোট শূন্যপদ চারটি। প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। যা প্রয়োজন অনুযায়ী আরও তিন বছর বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট নার্স পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। বাকি পদগুলিতে আবেদন জানাতে পারবেন অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০ টাকা থেকে শুরু করে ৫৬,০০০ টাকা।
প্রতি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে। মূল বিজ্ঞপ্তিতে তা সবিস্তার জানানো হয়েছে।
প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে ই-মেল আইডি আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে সমস্ত নথি আপলোড করতে হবে। আগামী ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে।