মেডিক্যাল শাখায় পাঠরত পড়ুয়ারা কাজ শেখার সুযোগ পাবেন এমস, কল্যাণীতে। প্রতিষ্ঠানের তরফে এক্সটার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিষ্ঠানের যে কোনও বিভাগের অধীনে কাজ শেখার সুযোগ পাবেন তাঁরা।
সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল শাখায় স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের আবেদন গ্রহণ করবে এমস, কল্যাণী। এ জন্য তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের তরফে অনুমোদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। যাঁদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে কিংবা চূড়ান্ত পর্বের পরীক্ষা দিতে চলেছেন, তাঁদের আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুন:
প্রশিক্ষণ শেষ হওয়ার পর যোগদানকারীদের শংসাপত্র দেওয়া হবে। এক-ছ’মাস পর্যন্ত প্রশিক্ষণ দেবে এমস, কল্যাণী। কোর্স ফি হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।
অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।