দীর্ঘ সময় পর ফের সিভিল সার্ভিস পরীক্ষা নেবে রাজ্য। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে ওই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশন ২০২৩-এর ১৬ ডিসেম্বর শেষবার সিভিল সার্ভিস-এর প্রিলিমস পরীক্ষা নিয়েছিল।
এর পর ২০২৪ বা ২০২৫-এ কোনও পরীক্ষা নেওয়া হয়নি। শুক্রবার কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬-এর মার্চ-এ ২০২৪-এর প্রিলিমস নেওয়া হতে পারে। তবে আবেদন প্রক্রিয়া শুরু হবে নভেম্বরেই। সিভিল সার্ভিসের গ্রুপ ‘এ’, গ্রুপ ‘বি’, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদে আধিকারিক নিয়োগের পরীক্ষা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণেই থমকে ছিল।
আরও পড়ুন:
রাজ্য সরকারি দফতরের বিভিন্ন বিভাগে এগ্জিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ কমিশনার, ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি সুপারিনটেনডেন্ট, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসেস, ইনস্পেক্টর অফ কো-অপারেটিভ সার্ভিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এবং রিহ্যাবিলিটেশন অফিসার পদে কর্মী নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, বাংলা বলতে এবং লিখতে পারেন, এমন ব্যক্তিরা এই পরীক্ষা দিতে পারবেন। তবে, যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে ওই ভাষায় দক্ষ হওয়া আবশ্যক। আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। আগ্রহীরা একটি মাত্র পদে পরীক্ষা দেওয়ার আবেদনই জমা দিতে পারবেন। কলকাতা, বারুইপুর, ব্যারাকপুর, বারাসাত, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ ২৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
২১০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে অনলাইনে নাম নথিভুক্তিকরণ করতে হবে। অনলাইনে পোর্টাল ১৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চালু থাকছে। ত্রুটি সংশোধনের জন্য পোর্টাল ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে।