রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা গবেষণার সুযোগ পাবেন। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এমন প্রার্থীদের প্রয়োজন। শূন্যপদ একটি।
প্রতিষ্ঠানের কলকাতার দফতরে ‘ডেভেলপমেন্ট অফ ফাইবার অপটিক্স অ্যাক্সেলেরোমিটার ফর সেইসমিক অ্যাপ্লিকেশন’ নিয়ে গবেষণার কাজ চলছে। ওই প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কাজ চলবে। ওই মেয়াদ ৩ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন:
পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তি উল্লিখিত পদে চাকরির সুযোগ পাবেন। এ ছাড়াও ফোটোনিক্স, অপ্টো ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতককেও নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউ ২১ নভেম্বর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর কলকাতার দফতরে হতে চলেছে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি নিয়ে উপস্থিত থাকা প্রয়োজন। আগাম আবেদন ই-মেল মারফত ১৯ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।