কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে কী ভাবে স্তন ক্যানসার শনাক্ত করা যায়, তা নিয়ে গবেষণাধর্মী কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। বুধবার প্রতিষ্ঠানের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, গবেষণা প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থার অর্থপুষ্ট। যেখানে দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনেই আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের মেডিক্যাল অনকোলজি ও হেমাটোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য আর্থিক সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট নার্স-৩ এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে। শূন্যপদ দু’টি। উভয় পদেই চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য কাজের সুযোগ মিলবে। পরে তাঁদের কাজের দক্ষতার ভিত্তিতে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট নার্স-৩ এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে আবেদনের জন্য বয়স সীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪০ এবং ২৮ বছর। উভয় পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৬,৪০০ টাকা।
প্রজেক্ট নার্স-৩ পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে বিএসসি ডিগ্রি বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম) যোগ্যতা থাকতে হবে। একই ভাবে অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৮ জুন। এর পর বাছাই প্রার্থীদের স্ক্রিন টেস্ট / ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।