বেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, কেন্দ্র সরকারের অর্থপুষ্ট একটি প্রকল্পের জন্য এই নিয়োগ। নির্দিষ্ট মেয়াদের জন্য বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘টাস্কফোর্স অন এসট্যাবলিশমেন্ট অফ রেফারেন্স ইন্টারভ্যালস ইন ইন্ডিয়ান পপুলেশন: আ মাল্টিসেন্ট্রিক অবজ়ারভেশনাল ক্রস-সেকশনাল স্টাডি’। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (মেডিক্যাল), প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে। মোট শূন্যপদ তিনটি। পদগুলিতে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর।
আরও পড়ুন:
তিনটি পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০ বছর। প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (মেডিক্যাল), প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৬৭,০০০ টাকা, ২০,০০০ টাকা এবং ২৯,২০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (মেডিক্যাল) পদে আবেদনকারীদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রি থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৫ জুন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।