যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ যোগান দেবে একটি কেন্দ্রীয় সংস্থা। এর জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সংশ্লিষ্ট বিভাগে যে গবেষণা প্রকল্পের কাজ হবে, সেটির নাম— ‘কুলিং টাওয়ার ফগ হার্ভেস্টিং ইউজ়িং ওয়েটেবিলিটি-ইঞ্জিনিয়ারড মেশেস’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-র অর্থপুষ্ট।
প্রকল্পে প্রজেক্ট অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল/ পাওয়ার/ এরোস্পেস/ কেমিক্যাল/ প্রোডাকশন/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই/ বিটেক উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি স্থির করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। পাশাপাশি, আবেদমূল্য বাবদ জমা দিতে হবে ৫০ টাকা। পূরণ করা আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ জুন আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।